টাইপোগ্রাফি হল অক্ষর কে সাজানোর বিভিন্ন কলাকৌশল। একটি ওয়েবসাইটের ফন্ট, ফন্ট-সাইজ, ফন্ট-ওয়েট, লাইন-হাইট, প্যারাগ্রাফ, হেডিং, কালার, লে-আউট, এলাইনমেণ্ট ইত্যাদি স্ট্যান্ডার্ড ভাবে বা ভিসিটর এর কাছে সহজে বোধগম্য করাই হল টাইপোগ্রাফি।

কেনো শিখবেন ?
একজন ডিজাইনারের টাইপোগ্রাফি সম্পর্কে জ্ঞান রাখার গুরুত্ব অপরিসীম। কারণ একটি ব্রান্ডের ডিজাইন মান কেমন হবে তা যেই কয়েকটি মৌলিক বিষয়ের উপর নির্ভর করে টাইপোগ্রাফি তার মধ্যে অন্যতম।

১. UI/UX ডিজাইনারদের জন্য টাইপোগ্রাফি কেন এত বেশি গুরুত্বপূর্ণ?

একজন UI/UX ডিজাইনারের জন্য টাইপোগ্রাফি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা বেশি। কারন তারা একটি ওয়েব-সাইট-এর মূল ডিজাইন করে থাকে। আর ওয়েব ডিজাইনার ঐ ডিজাইনটি ভিজিটরকে দেখানোর জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা কোড ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে। এক্ষেত্রে UI/UX ডিজাইনার যদি তার ডিজাইনে টাইপোগ্রাফি ঠিক না রাখে, তাহলে ওয়েব ডিজাইনারের ওয়েব সাইটের টাইপোগ্রাফিও ঠিক থাকবে না।একটি ওয়েবসাইটের লে-আউট তৈরি করতে অবশ্যই টাইপোগ্রাফি সম্পর্কে জানা প্রয়োজন। সুতরাং একজন UI/UX ডিজাইনারের টাইপোগ্রাফি সম্পর্কে জ্ঞান রাখার গুরুত্ব অপরিসীম।

২. গ্রাফিক্স ডিজাইনারের জন্য টাইপোগ্রাফি কেন এত বেশি গুরুত্বপূর্ণ?

ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ফেসবুক পেজ পরিচালনা করতে গ্রাফিক ডিজাইনার খুবই জরুরি। আর এ সমস্ত কিছুতেই টাইপোগ্রাফি একটি মুল বিষয়। কারন আপনার এডভারটাইসিং এর মুল হাতিয়ার এই টাইপোগ্রাফি। আর তাই একজন গ্রাফিক ডিজাইনারের জন্য টাইপোগ্রাফি সম্পর্কে জানার প্রয়োজনীয়তা অনেক বেশি।

৩. ব্রান্ডকে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রেঃ

টাইপোগ্রাফির একটি শক্তিশালী ভূমিকা হল ব্র্যান্ডের স্বীকৃতি প্রতিষ্ঠা করা এবং বৃদ্ধি করা। আপনি যখন পৃথিবীর বিখ্যাত কোম্পানিগুলো কথা চিন্তা করবেন সবার প্রথমেই আপনার মনে ভেসে উঠবে সেই কোম্পানির নাম। অর্থাৎ টাইপোগ্রাফি আপনার কোম্পানিকে একটি ব্রান্ড হিসেবে এস্টাব্লিশ করতে সাহায্য করে।

৪. ইউজারদের বেনিফিট ফোকাস করেঃ

টাইপোগ্রাফির মাধ্যমে আপনার ডিজাইনের টাইটেল, প্যারাগ্রাফ ইত্যাদিতে ইউজারদের কি বেনিফিট ফোকাস করে মেসেজ দেওয়া আছে তা ইউজারকে সহজভাবে বুঝাতে সাহায্য করে। আর তাই ডিজাইনে টাইপোগ্রাফিতে দক্ষতা এত গুরুত্বপুর্ন।

৫. ইউজারদের মনযোগ আকর্ষন করেঃ

ডিজাইনার হিসেবে আপনি যদি টাইপোগ্রাফিতে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই আপনার ইউজারদের মনযোগ আকর্ষন করতে পারবেন। আপনি কি মেসেজ আপনার ইউজারদের দিতে চান তা পড়তে ইউজারদের মনযোগ ধরে রাখার ক্ষেত্রে টাইপোগ্রাফি খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।

৬. সেলস বুস্ট করতেঃ

আপনার ওয়েব সাইটের সেলস বাড়াতে টাইপোগ্রাফির কার্যকরি ব্যবহার থাকা আবশ্যক। কারন আপনি যদি সঠিক জায়গায় সঠিক টাইপোগ্রাফি
সুতরাং উপরের আলোচনা থেকে বুঝতে পারা যায় যে, ডিজাইনার হিসেবে টাইপোগ্রাফি শেখা কেনো এত বেশি গুরুত্বপূর্ন।