ইউ আই ডিজাইন কেনো শিখবেন?
December 4, 2022 2022-12-04 13:36ইউ আই ডিজাইন কেনো শিখবেন?
ইউ আই ডিজাইন কেনো শিখবেন?
UI Design এর পূর্ণরূপ User Interface Design। অর্থাৎ ইউ আই ডিজাইন হলো – একজন ইউজার যা ব্যবহার করে,তার ইন্টারফেইস ডিজাইন করা। ইন্টারফেইস ডিজাইন বলতে মূলত একটি ডিজাইনের ভিজুয়াল লুক কেমন হবে সেটিকে বুঝায়। অর্থাৎ ভিজুয়াল লুক হলো আমরা যখন একটি ওয়েবসাইট বা এপ্স ওপেন করি তার প্রথম দর্শন।
একটি দুর্দান্ত UI তৈরি করা একটি চ্যালেঞ্জ। এর বিশেষ কারণ হল এটি ইউজার ফ্রেন্ডলী হতে হবে। তবে একজন দক্ষ ইউ আই ডিজাইনার খুব চমৎকারভাবে এই কাজটি সম্পন্ন করতে পারেন।
এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনি কেন ইউ আই ডিজাইন শিখবেন?
Table of Contents
১. চাহিদা প্রচুর
লোকাল মার্কেটপ্লেস বলুন কিংবা গ্লোবাল মার্কেটপ্লেস UI ডিজাইনারদের প্রচুর চাহিদা বিদ্যমান। এছাড়া ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ও রয়েছে এর ব্যাপক চাহিদা। UI ডিজাইন কে কেন্দ্র করে খুব সহজেই নিজের ক্যারিয়ার গড়ে তুলা সম্ভব। বর্তমান সময়ে এই চাহিদা বার্ষিক 18% হারে বৃদ্ধি পাচ্ছে ।
২. ইন্ডাস্ট্রি সম্পর্কে জ্ঞান অর্জন
UI Design শিখার ফলে বিভিন্ন বিজনেস বা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পারবেন। আপনি যখন বিভিন্ন প্রোডাক্ট এর ইন্টারফেস ডিজাইন নিয়ে কাজ করবেন তখন দেশ বিদেশি ইন্ডাস্ট্রি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন খুব সহজেই। এছাড়া বিজনেস সম্পর্কেও বেশ ভালো ধারনা লাভ করবেন।
৩. রিমোট জবের সুযোগ
একজন ইউ আই ডিজাইনার খুব সহজেই দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি কোম্পানিতে রিমোট জব করার সুবর্ণ সুযোগ পেয়ে থাকে। অন্যসব চাকুরীজীবিদের মতো আপনাকে ৯টা – ৫টা অফিস করতে হবে না। শুধু ক্লায়েন্ট আপনাকে যে কাজটা দিবে সেটা আপনাকে একটা নির্দিষ্ট টাইমের ভিতর ডেলিভারি করতে হবে।
৪. প্যাসিভ ইনকাম করার সুযোগ
শুধু গ্রাফিক্স ডিজাইনারই নয়, UI Designer দেরও প্যাসিভ ইনকাম করার সুযোগ রয়েছে। বিভিন্ন স্টক মার্কেট গুলোতে আপনি ইন্টারফেইস ডিজাইন সাবমিট করেও ইনকাম করতে পারবেন যা লাইফটাইম আর্নিং।
৫. উচ্চ স্যালারি
সব শেষ কথা হলো UI Design জব স্যালারি নিয়ে। গ্লোবালি একজন ইউ আই ডিজাইনার $ ৩৫,000 থেকে $৭০,000 পর্যন্ত ইনকাম করতে পারেন (Report- 2022)। বাংলাদেশে একজন ইউ আই ডিজাইনার ২৫,000 থেকে ১ লাখ টাকা পর্যন্ত বেতন, জবে যুক্ত হবার সুযোগ রয়েছে। এছাড়াও আপনি প্রযুক্তিতেও অবদান রাখতে পারবেন।