ডিজাইন সিস্টেম | ডিজাইন সিস্টেম কি এবং তার ইতিহাস (পর্ব -১)
August 9, 2022 2022-08-28 11:14ডিজাইন সিস্টেম | ডিজাইন সিস্টেম কি এবং তার ইতিহাস (পর্ব -১)
ব্র্যাড ফ্রস্টের “Atomic Design’’ বইটি দ্বারা অনুপ্রাণিত হয়ে বড় বড় ব্র্যান্ডগুলো আজ ডিজাইন সিস্টেম ব্যবহার করতে শুরু করেছে। পৃথিবীর বড় বড় জায়ান্ট কোম্পানি গুলো সাধারণ ডিজাইনার হায়ার না করে একজন সিস্টেম ডিজাইনার হায়ার করে। আমেরিকা যুক্তরাষ্ট্রে একজন সিস্টেম ডিজাইনার প্রতি ঘন্টায় এভারেজ ৪২.৫৫ ডলার আয় করে থাকেন। আজকে আমরা আলোচনা করব ডিজাইন সিস্টেম কি এবং ডিজাইন সিস্টেমের ব্যবহার প্রথমে কিভাবে শুরু হয় অর্থাৎ ডিজাইন সিস্টেমের ইতিহাস সম্পর্কে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
ডিজাইন সিস্টেম কি?
ডিজাইন সিস্টেম হল কোন কিছু ডিজাইন করার ক্ষেত্রে একটি নিয়ম তান্ত্রিক পদ্ধতি যা পুনঃব্যবহারযোগ্য এবং এসেটগুলির একটি লাইব্রেরী যেখানে সেগুলি কিভাবে ব্যবহার করা হবে তার একটি পূর্ণাঙ্গ গাইড রয়েছে।
Source: https://uxplanet.org/design-systems-an-overview-243b07534b64
ডিজাইন সিস্টেমের ইতিহাস
১৯৬০-এর দশকে ডিজিটাল পণ্য ডিজাইনে ছোটখাটো সিস্টেম ব্যবহার করা শুরু হয়েছিল। ১৯৬৮ সালে ন্যাটো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে পৃথিবীর সমস্ত এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারগন উপস্থিত ছিলেন। এই সম্মেলনে ডিজিটাল পণ্য ডিজাইনের এই সিস্টেমগুলির ব্যবহার প্রথম লিখিত আকারে রেকর্ড করা হয়।
১৯৭৭ সালে ক্রিস্টোফার আলেকজান্ডার যিনি একজন অস্ট্রেলিয়ান ডিজাইন থিওরিস্ট, প্রায় এক দশক পরে A Pattern Language নামে একটি বই প্রকাশ করেন। বইটিতে তিনি এবং তার সহ-লেখকগণ আধুনিক সফটওয়্যার ব্যবহারে ‘’ডিজাইন প্যাটার্ন’’ নামে একটি ধারণা প্রবর্তন করেন।
source: https://www.eolss.net/sample-chapters/c15/E1-28-04-05.pdf
১৯৮০ সালের শেষের দিকে যখন উইকিপিডিয়া উদ্ভাবন হয়েছিল তখন ইউজার ইন্টারফেস ডিজাইনে প্যাটার্ন ব্যবহার করা হয়।। এটি ১৯৯০ সালে পুরো বছরজুড়েই তার ধারা অব্যাহত থাকে। পরবর্তীতে ২০০০ সালে তা একটি সাইন্টিফিক সিস্টেম এর আওতাধীন করা হয়।
মূল ধারার ইউজার ইন্টারফেস প্যাটার্ন “Yahoo!’’ ব্যবহার করার মধ্য দিয়ে সর্বপ্রথম চাক্ষুষ হয়। ২০০৬ সালে তারই ধারাবাহিকতায় প্যাটার্ন লাইব্রেরি ডিজাইন করা হয় যা ইয়াহু ইউজার ইন্টারফেস লাইব্রেরি
নামে পরিচিতি লাভ করে (সংক্ষেপে YUI লাইব্রেরি)। UI লাইব্রেরি যে কম্পোনেন্টগুলি সরবরাহ করেছিল তার চেয়ে বেশি সিস্টেমেটিক ডিজাইন করার জন্য যুগপত ভূমিকা পালন করাই আসল উদ্দেশ্য ছিল৷
২০১৪ সালে Google এর মেটেরিয়াল ডিজাইনকে প্রথম “design language” বলা হয়েছিল। যেটি পূর্বে “Holo Theme” নামে প্রচলিত ছিল।
Source: https://www.webdesignmuseum.org/gallery/yahoo-1994
২০১০ সালে বড় আকারের ওয়েব প্রজেক্টগুলির টেকনিক্যাল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য একটি সিস্টেমের মাধ্যমে পরিচালিত করার দিকে ইঙ্গিত দেয়। বিশেষ করে BEM এবং Atomic Design। মূলত ২০১৬ সালে ‘Atomic Design’ বইটি প্রকাশ হবার পরেই “ডিজাইন সিস্টেম” শব্দটি সবচেয়ে বেশি জনপ্রিয় আকার ধারণ করে।
আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা ডিজাইন সিস্টেমের নতুন কোন টপিক নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।