UI vs UX: সম্পর্ক এবং পার্থক্য কি?
December 12, 2021 2021-12-12 11:23UI vs UX: সম্পর্ক এবং পার্থক্য কি?
বর্তমান সময়ে UI/UX Design নামটা হয়তো অনেকেই শুনেছেন। কিন্তু আমরা অনেকেই সম্ভবত জানি না, UI Design (User Interface Design) এবং UX Design (User Experience Design) Design এই দুইটার মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং ইউজার ইন্টারফেস ডিজাইন এবং ইউজার এক্সপেরিয়ান্স ডিজাইন এই দুইটা একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত?
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব- UI Design এবং UX Design এর মধ্যে পার্থক্য এবং এদের মধ্যে সম্পর্ক কি?
আচ্ছা, চলুন শুরু করি। প্রথমেই জানি, ইউআই ডিজাইন (UI Design) কি?
UI Design এর পূর্ণরূপ User Interface Design. অর্থাৎ ইউ আই ডিজাইন হলো – একজন ইউজার যে জিনিসটা ব্যবহার করে, সেটার ইন্টারফেজ ডিজাইন করা।
অর্থাৎ আপনি এখন Pixency Academy ওয়েবসাইটে যে লেখাটা পড়ছেন, এই পেইজের ডিজাইন করাটাই হলো UI Design. কারণ আপনি হলেন, এই সাইটের ইউজার বা ব্যবহারকারী। আর আপনি যে জিনিসটা ব্যবহার করছেন, সেটার ইন্টারফেস ডিজাইন করাটাই হলো ইউজার ইন্টারফেজ ডিজাইন (User Interface Design) বা ইউআই ডিজাইন (UI Design)।
অথবা আপনি মোবাইলে যে Bkash, Foodpanda, Pathau অথবা অন্য যেসব App ব্যবহার করে থাকেন, সেই এপের ডিইজান গুলোই হলো UI Design.
UI Design সম্পর্কে আরো ধারনা পেতে আমাদের Pixency Academy এর ডিজাইনগুলো দেখতে পারেন Portfolio
এবার চলুন জানি UX Design কি? ইউ এক্স ডিজাইন কাকে বলে?
UX Design এর পূর্ণরুপ User Experience Design. অর্থাৎ একজন ইউজার বা ব্যবহারকারী, যে জিনিসটা ব্যবহার করতেছে, সেটা সে কত সহজে ব্যবহার করে তাঁর লক্ষটা অর্জন করতে পারে, সেটাই হলো ইউজার এক্সপেরিয়ান্স ডিজাইন। অর্থাৎ UX Designer দের কাজ হলো ইউজারের এক্সপেরিয়ান্স ডিজাইন করা। যাতে সে প্রোডাক্টটা সহজে ব্যবহার করে তাঁর লক্ষ্যটা অর্জন করতে পারে।
যেমন আপনার Android ফোনটাতে খেয়াল করে দেখবেন, Back Button নিচে দেয়া। অর্থাৎ ফোনটার UX Designer এটা চিন্তা করে ডিজাইন করেছে যে, ইউজার যখন ফোনটা ইউজ করবে তখন সে ফোনটা হাতে রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে বিভিন্ন ফাংশন ইউজ করবে। অর্থাৎ বিভিন্ন ফাংশন বা ব্যাক বাটনের দূরত্ব ঐ বৃদ্ধা আঙ্গুলের সীমানার মধ্যেই রাখলে ইউজার এটা সহজে ব্যবহার করতে পারবে।
UX Design সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এটা পড়ুনঃ What is UX Design
নিচে UI Design এবং UX Design এর মধ্যে পার্থক্য গুলো তুলে ধরা হলোঃ
- ইউআই ডিজাইন সবসময় ইউজার যে প্রডাক্টা ইউজ করবে, সেটার Appearance/Visual/Look বা চেহারা যাতে সুন্দর হয়, সেদিকে ফোকাস করে।
অন্যদিকে ইউএক্স ডিজাইন ফোকাস করে, ইউজাজের জন্য যে প্রডাক্টটা ডিজাইন করা হলো, ইউজার যাতে সেই প্রডাক্টটা তাঁর সুবিধা/সাচ্ছন্দমত ব্যবহার করে তাঁর কাজ/লক্ষ্য অর্জন করতে পারে সেদিকে।
- UI Design করার উদ্দেশ্য থাকে, ইউজার যাতে প্রডাক্টটা ব্যবহার করে আরাম পায়। এখন তাঁর এই আরাম বা সুন্দর অনুভতির জন্য প্রডাক্টটাকে যেভাবে সাজানো দরকার সেভাবে সাজাতে হয়, বিভিন্ন কালার, ফন্ট, ইমেজ, ইলাস্ট্রেশন, শেপ বা আইকন এর সাহায্যে।
অন্যদিকে UX Design করার উদ্দেশ্য থাকে, ইউজার যাতে সেই প্রডাক্টটা কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করার মাধ্যেমে তাঁর যে প্রয়োজনটা(Need/desire) থাকে সেটা পূরণ করতে পারে।
- UX Designer রিসার্চ করে বের করে User Journey বা রিলেটেড বিষয়সমূহ, এরপর UI Designer, UX Designer কে অনুসরণ করে এবং UX Designer ইউজারের যে প্রবলেমের সলিশনটা দিয়েছে সেটার একটা ভিজুয়াল Asthetic look দেয়ার চেষ্টা করে।
- UI হলো জিনিসটাকে কিভাবে Target Audience এর কাছে দেখতে আরো সুন্দর করা যায় সেটা।
আর UX হলো জিনিসটাতে কোন কোন বিষয় রাখতে হবে, কোন কোন বিষয় বাদ দিতে হবে যাতে সেটা ইউজারের জন্য ভালো হয়।
- UI Design বলতে শুধু Website Design বা App Design করাকেই বুঝায় না। প্রত্যেকটা জিনিসের UI Design আছে এবং UX Design ও আছে। যেমনঃ আমরা যদি কোন গ্লাসে গরম দুধ খাই, সেই গ্লাসটা আসলে কেমন কালার বা নকশা করা এটা হলো UI Design এর পার্ট।
আর দুধটা যেহেতু গরম তাই গ্লাসটা যখন আমরা ধরব তখন যাতে আমাদের হাতে গরম না লাগে, সেজন্য সেই গ্লাসটাতে হাতল সিস্টেম যুক্ত করা এটা হলো UX Design এর পার্ট।
অর্থাৎ, UI Design ফোকাস করেছে গ্লাস বা কাপটা যাতে আমাদের চোখে সুন্দর দেখায় সে ব্যাপারে আর UX Design ফোকাস করেছে আমাদের ইউজারের যাতে দুধ খাওয়ার সময় হাতে গরম না লাগে সে ব্যাপারে।
অতএব, উপরের পয়েন্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম, UI Design এবং UX Design এর মধ্যে পার্থক্য কি এবং এগুলো কিভাবে একটা আরেকটার সাথে সম্পর্কিত। আমরা এই বিষয়টিও বুঝতে পারলাম যে, একটা প্রডাক্ট ইউজারের জন্য কতটা ইফেক্টিভ হবে সেটা যেমন ইউজার ইন্টারফেস ডিজাইনারের উপর নির্ভর করে তেমনি ভাবে প্রডাক্টের সাক্সেস রেট ইউজার এক্সপেরিয়ান্স ডিজাইনারের উপরও নির্ভর করে।
UI/UX Design নিয়ে আরো কোন বিষয় জানার থাকলে পোস্ট করতে পারেন, আমাদের Pixency.com এর ফেসবুক কমিউনিটি গ্রুপ Pixency Academy তে।
এবং UI/UX Design নিয়ে বাংলায় কোর্স করতে চাইলে ভিজিট করুনঃ Ui UX Design Course Bangla
Comment (1)
Alamgir Amir
Ui & Ux এর মাঝের পার্থক্যটা প্রাথমিক ভাবে অনেকেই ভুল বুঝে থাকে।
ধন্যবাদ সুন্দর একটি আর্টিকেল পাবলিশ করার জন্য।