আপনি আপনার ক্যারিয়ারের পরবর্তী ধাপে যেতে আগ্রহী। এই কোর্সের মাধ্যমে ইউ আই ইউ এক্স বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে ইন্ডাস্ট্রি ওয়র্কফ্লও, ডিজাইন প্রিন্সিপাল , আইডিয়েশন সহ প্রত্যেকটি প্রজেক্ট প্র্যাকটিক্যালি দেখানো হবে। পূর্ণাঙ্গ গাইডলাইন ফলো করে আপনি হয়ে উঠবেন একজন পারফেক্ট ইউ আই ইউ এক্স ডিজাইনার।
Real-time প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন
ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারবেন
কেস স্টাডির খুঁটিনাটি সমস্ত কিছু শিখতে পারবেন আপনার পোর্টফোলিওকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে
টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবেন
একটি টিমকে সঠিক ভাবে চালানোর দক্ষতা লাভ করতেবেন
আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত সবচেয়ে বেশি চাহিদাপূর্ন পেশা
দেশি অথবা বিদেশি যে কোন কোম্পানিতে আপনি অনেক বেশি সেলারিতে জব পাওয়ার সুবিধা
রিমোট অথবা ইন হাউস জব অথবা ফ্রিল্যান্সিং যে কোন ক্ষেত্রেই সবচেয়ে বেশি চাহিদা পূর্ণ পেশা
আপনার নলেজকে কাজে লাগিয়ে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে পারবেন
যেকোন বিজনেসকে গ্রো করতে সহায়তা করতে পারবেন
আপনি যদি আপনার জন্য সঠিক স্কিল টি বাছাই করতে ভুল করেন সেক্ষেত্রে আপনি বারবার নিজেকে ডেভলাপ করতে ব্যর্থ হবেন। কারণ আপনি যদি ভুল স্কিল ডেভেলাপ করার পেছনে সময় এবং অর্থ অপচয় করেন তাহলে আপনার একুল এবং ওকুল দুটোই হারাবেন। তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার জন্য সঠিক স্কিল কোনটি? অবশ্যই প্রথমে আপনাকে দেখতে হবে আপনার স্কিলটি একটি সর্বজনীন ভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে তার ডিমান্ড আছে কিনা। পাশাপাশি একটি স্কিল ডেভলপ করার জন্য আপনার হাতে পর্যাপ্ত পরিমানে সময়, স্কিলটি শেখার জন্য অর্থ এবং ইচ্ছাশক্তি কাজ করছে কিনা। যদি আপনি দেখেন এ সমস্ত কিছুই আপনার রয়েছে তাহলে আপনি সেই স্কিল টি বাছাই করতে পারেন। ইউজার ইন্টারফেস ডিজাইন এমনই একটি স্কিল। যার আন্তর্জাতিকভাবে যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে। সুতরাং সঠিক স্কি বাছাই করতে পারলে আপনি স্কিল ডেভেলপ করতে আর বারবার ব্যর্থ হবেন না।
আপনার ক্যারিয়ারকে Next Level এ নিয়ে যেতে সাহায্য করবে
ইন্ডাস্ট্রিতে লিডার হিসেবে কাজ করতে পারবেন
ইন্ডাস্ট্রির Expert দের কাছে প্রায়োরিটি অর্জন করতে পারবেন
মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করার সুযোগ
বিজনেস তৈরী এবং যে কোনো বিজনেসের সলুশন বের করার দক্ষতা লাভ করতে পারবেন
মার্কেট রিসার্চ করে ইউনিক Idea খুঁজে বের করার ক্ষমতা
বেশিরভাগ সময় স্কিল ডেভেলপ করার পরেও কাজে দক্ষতা অর্জন করে শুধুমাত্র ইনকাম করতে না পারার কারণে বেশির ভাগ ডিজাইনাররা হতাশায় ভোগেন। কারণ যদি আপনার দক্ষতা অর্জনের পাশাপাশি ইনকাম না থাকে তাহলে সমস্ত কিছুই বৃথা মনে হয়। শুধু সঠিক স্কিল বাছাই করার পরে তা ডেভলপ করলেই ইনকাম করা যায় না। তার জন্য দরকার অভিজ্ঞ মেন্টরদের সঠিক গাইডলাইন। আপনি পিক্সেন্সি একাডেমিতে শুধু স্কিল ডেভেলপই করবেন না পাশাপাশি আপনি জানবেন কিভাবে মার্কেটপ্লেস ছাড়াই পার্মানেন্ট ক্লায়েন্ট পেতে পারেন। এছাড়াও স্পেশাল টিপস এন্ড ট্রিক্স যা আপনার ইনকাম করার পথ সুগম করবে। বোনাস হিসেবে আপনার দক্ষতা অনুযায়ী আমাদের টিম মেম্বার হিসেবে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন।
অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরদের কাছ থেকে পাচ্ছেন ওয়ান টু ওয়ান সাপোর্ট। শুধু মাত্র একজন অভিজ্ঞ মেন্টরের দ্বারা সর্বোচ্চ সাপোর্ট পাওয়া সম্ভব। আপনাকে পোর্টফোলিও তৈরি করার পাশাপাশি ক্লায়েন্ট কমিউনিকেশন, সফট স্কিল, real-time কেস স্টাডি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আপনার একটি পরিপূর্ণ ধারণা লাভ করতে সহায়তা করা হবে।
দেশে কিংবা বিদেশের যে কোন যায়গা থেকে এই কোর্সে জয়েন করতে পারবেন। আমাদের ক্লাসগুলো অনলাইনে হয়ে থাকে। তাই শুধু মাত্র কম্পিউটার এবং ইন্টার্নেট হলেই কোর্সে যুক্ত হতে পারবেন।
আমাদের ইন্সট্রাক্টরগন অভিজ্ঞ এবং দক্ষ ডিজাইনার ও মেন্টর। বিগত কয়েক বছরের এক্সপেরিয়েন্স নিয়ে তারা মেন্টরিং করেছেন শত শিক্ষার্থীদের। বিভিন্ন কোর মেথডের মাধ্যমে আপনি সহজেই প্রতিটি মডিউল শিখার সুযোগ পাবেন।
প্র্যাক্টিক্যাল প্রজেক্ট করানোর মাধ্যমে এই কোর্সটি সম্পন্ন হবে। আর এই প্র্যাক্টিক্যাল প্রজেক্ট দেখানোর ফলে যে কোনো শিক্ষার্থী অন্য যেকোন ইউআই ডিজাইন কোর্স থেকে বেশি উপকৃত হবেন।
প্রতিটি ব্যাচের জন্য রয়েছে স্বতন্ত্র প্রাইভেট গ্রুপ। মূলত সিক্রেট গ্রুপের মাধ্যমেই কোর্সটি অপারেট করা হবে। যেখানে আপনাদের এবং একাডেমির সম্পূর্ন একটিভিটি শেয়ার করা হবে।
প্রফেশনাল ডিজাইনার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা আপনাদের সম্পন্ন করা প্রজেক্টগুলো ধারাবাহিক ভাবে রিভিউ করবো। যা আপনাদের ডিজাইন ইম্প্রুভের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে।
আপনারা যেন যথাযথ ভাবে টাইপোগ্রাফি, কালার, স্পেস ইত্যাদি ইউজ করতে পারেন তার জন্য চিটশিট এবং চেকলিস্ট দিবো। সেই সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ রিসোর্স।
বেস্ট ডিজাইনার হতে প্র্যাকটিসের বিকল্প নেই। আপনারা যেন কোর্স শেষে প্রফেশনাল ডিজাইনার হতে পারেন এজন্য আমরা আপনাদের একটি প্র্যাকটিস রুটিন দিবো।
কোর্স চলাকালীন সময়ে এবং কোর্সের শেষেও আমাদের সাপোর্ট গাইডলাইন অনুযায়ী আমরা আপনাদের যথাযথ সাপোর্ট দিবো।
বেস্ট ডিজাইনার সবার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই। আপনারা যেন কোর্স শেষে একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারেন এজন্য আমরা আপনাদের একটি প্র্যাকটিস রুটিন দিবো।
একজন শিক্ষার্থীকে দক্ষ ডিজাইনার হবার জন্য শুধুমাত্র টুলস এর ব্যবহার এবং কতগুলো প্রজেক্ট করতে পারাই যথেষ্ট নয়। এর পাশাপাশি আপনি Searching এ কতটা দক্ষ এবং কত দ্রুত আপনার চিন্তাকে ডিজাইন এ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন তা আমাদের ক্লাস গুলোর মাধ্যমে শিখতে পারবেন।
আমাদের প্রতিটি ক্লাসের প্রজেক্ট আপনাকে গ্রুপ কলাবরেশনের মাধ্যমে করতে হবে। এর ফলে যখন আপনি যখন একটি টিম পরিচালনা করবেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন টিমের মেম্বারদের সাথে কিভাবে আলোচনার মাধ্যমে একটি হাই প্রফেশনাল প্রজেক্ট ডিজাইন করতে হয়।
অধিকাংশ সময় শুধুমাত্র ডিপ্রেশনে ভোগার কারণে একজন ডিজাইনারের দক্ষ ও প্রফেশনাল হিসেবে নিজেকে গড়ে তোলা হয় না। কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের কখনোই ডিপ্রেশনে ভোগার সুযোগ দেই না। কারণ আমাদের এখানে রয়েছে চমৎকার কাউন্সেলিং এর ব্যবস্থা।
অধিকাংশ সময় দেখা যায় কোর্স শেষ করার পরে স্টুডেন্টরা প্রতিষ্ঠান থেকে আজীবন লাইফটাইম সাপোর্ট পাওয়া থেকে বঞ্চিত হন। কিন্তু আপনি আমাদের একাডেমী থেকে পাবেন লাইফটাইম সাপোর্ট।
এখানে আপনি শুধুমাত্র ক্লাসের দেওয়া প্রজেক্টে কাজ করবেন না। পাশাপাশি রিয়েলটাইম প্রজেক্টেও কাজ করতে দেওয়া হবে। এতে করে আপনার দক্ষতা এক একধাপ উপরে পৌঁছে যাবে। অভিজ্ঞতা অর্জন আপনি জানতে পারবেন একটি ক্লায়েন্টের কাজ কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করা হয়।
আমাদের এখানে কোর্স করার পরে আপনি একটি ওয়েবসাইট কিভাবে স্ক্রাচ থেকে ডিজাইন করতে হয় সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন। এছাড়াও ক্রিয়েটিভ ওয়েব লেআউট থেকে শুরু করে বিভিন্ন নিশের ডিজাইন করতে পারবেন।
বর্তমানে মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইনের চাহিদা অনেক বেশি। কোর্স শেষে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষুদ্রাতিক্ষুদ্র ইন্টারেকশনগুলি খুব সহজেই ডিজাইন করতে পারবেন।
ড্যাশবোর্ড ডিজাইন বেশ সময়সাপেক্ষ এবং তুলনামূলকভাবে কঠিন। কিন্তু আমাদের এখানে কোর্স শেষ করার পরে আপনি সহজেই যেকোন রকমের ড্যাশবোর্ড ডিজাইন অল্প সময়ের ভিতর শেষ করতে পারবেন।
ইউ অই ডিজাইনার
Solve X Media
ইউ অই ডিজাইনার
bdCalling
ইউ আই ডিজাইনার
CodeCell
ইউ অই ডিজাইনার
Digital Gregg
ইউ অই ডিজাইনার
RamSoft
ইউ অই ডিজাইনার
BigGorilla
ইউ অই ডিজাইনার
Mamurjor
ইউ অই ডিজাইনার
Doodles
ইউ অই ডিজাইনার
CreativePeoples
ইউ অই ডিজাইনার
CreativePeoples
ইউ অই ডিজাইনার
Flash iT Pro
ইউ অই ডিজাইনার
Softitcare
ইউ অই ডিজাইনার
Axilweb
ইউ অই ডিজাইনার
পিক্সেন্সী একাডেমি
ইউ অই ডিজাইনার
Zainik Lab
এই কোর্স হচ্ছে তাদের জন্য যাদের হাতে প্র্যাকটিস করার পর্যাপ্ত সময় আছে। যারা কোর্স চলাকালীন সময়ে পূর্ণ ফোকাস কোর্স ও প্র্যাকটিসে সময় দিতে পারবেন। তবে বেসিক গ্রাফিক ডিজাইন যদি যানা থাকে তাহলে দ্রুত ইম্প্রুভ করতে পারবেন
© 2021 Pixency Academy. All Rights Reserved
আপনি আপনার ক্যারিয়ারের পরবর্তী ধাপে যেতে আগ্রহী। এই কোর্সের মাধ্যমে ইউ আই ইউ এক্স বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে ইন্ডাস্ট্রি ওয়র্কফ্লও, ডিজাইন প্রিন্সিপাল , আইডিয়েশন সহ প্রত্যেকটি প্রজেক্ট প্র্যাকটিক্যালি দেখানো হবে। পূর্ণাঙ্গ গাইডলাইন ফলো করে আপনি হয়ে উঠবেন একজন পারফেক্ট ইউ আই ইউ এক্স ডিজাইনার।
কিভাবে একটি পাওয়ারফুল পোর্টফোলিও তৈরি করা যায়
কিভাবে আপনি মার্কেটপ্লেস ছাড়াই ক্লায়েন্ট খুঁজে পাবেন
Real-time প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন
ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারবেন
কেস স্টাডির খুঁটিনাটি সমস্ত কিছু শিখতে পারবেন আপনার পোর্টফোলিওকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে
টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবেন
একটি টিমকে সঠিক ভাবে চালানোর দক্ষতা লাভ করতেবেন
আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত সবচেয়ে বেশি চাহিদাপূর্ন পেশা
দেশি অথবা বিদেশি যে কোন কোম্পানিতে আপনি অনেক বেশি সেলারিতে জব পাওয়ার সুবিধা
রিমোট অথবা ইন হাউস জব অথবা ফ্রিল্যান্সিং যে কোন ক্ষেত্রেই সবচেয়ে বেশি চাহিদা পূর্ণ পেশা
আপনার নলেজকে কাজে লাগিয়ে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে পারবেন
যেকোন বিজনেসকে গ্রো করতে সহায়তা করতে পারবেন
আপনি যদি আপনার জন্য সঠিক স্কিল টি বাছাই করতে ভুল করেন সেক্ষেত্রে আপনি বারবার নিজেকে ডেভলাপ করতে ব্যর্থ হবেন। কারণ আপনি যদি ভুল স্কিল ডেভেলাপ করার পেছনে সময় এবং অর্থ অপচয় করেন তাহলে আপনার একুল এবং ওকুল দুটোই হারাবেন। তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার জন্য সঠিক স্কিল কোনটি? অবশ্যই প্রথমে আপনাকে দেখতে হবে আপনার স্কিলটি একটি সর্বজনীন ভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে তার ডিমান্ড আছে কিনা। পাশাপাশি একটি স্কিল ডেভলপ করার জন্য আপনার হাতে পর্যাপ্ত পরিমানে সময়, স্কিলটি শেখার জন্য অর্থ এবং ইচ্ছাশক্তি কাজ করছে কিনা। যদি আপনি দেখেন এ সমস্ত কিছুই আপনার রয়েছে তাহলে আপনি সেই স্কিল টি বাছাই করতে পারেন। ইউজার ইন্টারফেস ডিজাইন এমনই একটি স্কিল। যার আন্তর্জাতিকভাবে যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে। সুতরাং সঠিক স্কি বাছাই করতে পারলে আপনি স্কিল ডেভেলপ করতে আর বারবার ব্যর্থ হবেন না।
আপনার ক্যারিয়ারকে Next Level এ নিয়ে যেতে সাহায্য করবে
ইন্ডাস্ট্রিতে লিডার হিসেবে কাজ করতে পারবেন
ইন্ডাস্ট্রির Expert দের কাছে প্রায়োরিটি অর্জন করতে পারবেন
মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করার সুযোগ
বিজনেস তৈরী এবং যে কোনো বিজনেসের সলুশন বের করার দক্ষতা লাভ করতে পারবেন
মার্কেট রিসার্চ করে ইউনিক Idea খুঁজে বের করার ক্ষমতা
বেশিরভাগ সময় স্কিল ডেভেলপ করার পরেও কাজে দক্ষতা অর্জন করে শুধুমাত্র ইনকাম করতে না পারার কারণে বেশির ভাগ ডিজাইনাররা হতাশায় ভোগেন। কারণ যদি আপনার দক্ষতা অর্জনের পাশাপাশি ইনকাম না থাকে তাহলে সমস্ত কিছুই বৃথা মনে হয়। শুধু সঠিক স্কিল বাছাই করার পরে তা ডেভলপ করলেই ইনকাম করা যায় না। তার জন্য দরকার অভিজ্ঞ মেন্টরদের সঠিক গাইডলাইন। আপনি পিক্সেন্সি একাডেমিতে শুধু স্কিল ডেভেলপই করবেন না পাশাপাশি আপনি জানবেন কিভাবে মার্কেটপ্লেস ছাড়াই পার্মানেন্ট ক্লায়েন্ট পেতে পারেন। এছাড়াও স্পেশাল টিপস এন্ড ট্রিক্স যা আপনার ইনকাম করার পথ সুগম করবে। বোনাস হিসেবে আপনার দক্ষতা অনুযায়ী আমাদের টিম মেম্বার হিসেবে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন।
অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরদের কাছ থেকে পাচ্ছেন ওয়ান টু ওয়ান সাপোর্ট। শুধু মাত্র একজন অভিজ্ঞ মেন্টরের দ্বারা সর্বোচ্চ সাপোর্ট পাওয়া সম্ভব। আপনাকে পোর্টফোলিও তৈরি করার পাশাপাশি ক্লায়েন্ট কমিউনিকেশন, সফট স্কিল, real-time কেস স্টাডি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আপনার একটি পরিপূর্ণ ধারণা লাভ করতে সহায়তা করা হবে।
দেশে কিংবা বিদেশের যে কোন যায়গা থেকে এই কোর্সে জয়েন করতে পারবেন। আমাদের ক্লাসগুলো অনলাইনে হয়ে থাকে। তাই শুধু মাত্র কম্পিউটার এবং ইন্টার্নেট হলেই কোর্সে যুক্ত হতে পারবেন।
আমাদের ইন্সট্রাক্টরগন অভিজ্ঞ এবং দক্ষ ডিজাইনার ও মেন্টর। বিগত কয়েক বছরের এক্সপেরিয়েন্স নিয়ে তারা মেন্টরিং করেছেন শত শিক্ষার্থীদের। বিভিন্ন কোর মেথডের মাধ্যমে আপনি সহজেই প্রতিটি মডিউল শিখার সুযোগ পাবেন।
প্র্যাক্টিক্যাল প্রজেক্ট করানোর মাধ্যমে এই কোর্সটি সম্পন্ন হবে। আর এই প্র্যাক্টিক্যাল প্রজেক্ট দেখানোর ফলে যে কোনো শিক্ষার্থী অন্য যেকোন ইউআই ডিজাইন কোর্স থেকে বেশি উপকৃত হবেন।
প্রতিটি ব্যাচের জন্য রয়েছে স্বতন্ত্র প্রাইভেট গ্রুপ। মূলত সিক্রেট গ্রুপের মাধ্যমেই কোর্সটি অপারেট করা হবে। যেখানে আপনাদের এবং একাডেমির সম্পূর্ন একটিভিটি শেয়ার করা হবে।
প্রফেশনাল ডিজাইনার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা আপনাদের সম্পন্ন করা প্রজেক্টগুলো ধারাবাহিক ভাবে রিভিউ করবো। যা আপনাদের ডিজাইন ইম্প্রুভের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে।
আপনারা যেন যথাযথ ভাবে টাইপোগ্রাফি, কালার, স্পেস ইত্যাদি ইউজ করতে পারেন তার জন্য চিটশিট এবং চেকলিস্ট দিবো। সেই সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ রিসোর্স।
বেস্ট ডিজাইনার হতে প্র্যাকটিসের বিকল্প নেই। আপনারা যেন কোর্স শেষে প্রফেশনাল ডিজাইনার হতে পারেন এজন্য আমরা আপনাদের একটি প্র্যাকটিস রুটিন দিবো।
কোর্স চলাকালীন সময়ে এবং কোর্সের শেষেও আমাদের সাপোর্ট গাইডলাইন অনুযায়ী আমরা আপনাদের যথাযথ সাপোর্ট দিবো।
বেস্ট ডিজাইনার সবার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই। আপনারা যেন কোর্স শেষে একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারেন এজন্য আমরা আপনাদের একটি প্র্যাকটিস রুটিন দিবো।
একজন শিক্ষার্থীকে দক্ষ ডিজাইনার হবার জন্য শুধুমাত্র টুলস এর ব্যবহার এবং কতগুলো প্রজেক্ট করতে পারাই যথেষ্ট নয়। এর পাশাপাশি আপনি Searching এ কতটা দক্ষ এবং কত দ্রুত আপনার চিন্তাকে ডিজাইন এ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন তা আমাদের ক্লাস গুলোর মাধ্যমে শিখতে পারবেন।
আমাদের প্রতিটি ক্লাসের প্রজেক্ট আপনাকে গ্রুপ কলাবরেশনের মাধ্যমে করতে হবে। এর ফলে যখন আপনি যখন একটি টিম পরিচালনা করবেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন টিমের মেম্বারদের সাথে কিভাবে আলোচনার মাধ্যমে একটি হাই প্রফেশনাল প্রজেক্ট ডিজাইন করতে হয়।
অধিকাংশ সময় শুধুমাত্র ডিপ্রেশনে ভোগার কারণে একজন ডিজাইনারের দক্ষ ও প্রফেশনাল হিসেবে নিজেকে গড়ে তোলা হয় না। কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের কখনোই ডিপ্রেশনে ভোগার সুযোগ দেই না। কারণ আমাদের এখানে রয়েছে চমৎকার কাউন্সেলিং এর ব্যবস্থা।
অধিকাংশ সময় দেখা যায় কোর্স শেষ করার পরে স্টুডেন্টরা প্রতিষ্ঠান থেকে আজীবন লাইফটাইম সাপোর্ট পাওয়া থেকে বঞ্চিত হন। কিন্তু আপনি আমাদের একাডেমী থেকে পাবেন লাইফটাইম সাপোর্ট।
এখানে আপনি শুধুমাত্র ক্লাসের দেওয়া প্রজেক্টে কাজ করবেন না। পাশাপাশি রিয়েলটাইম প্রজেক্টেও কাজ করতে দেওয়া হবে। এতে করে আপনার দক্ষতা এক একধাপ উপরে পৌঁছে যাবে। অভিজ্ঞতা অর্জন আপনি জানতে পারবেন একটি ক্লায়েন্টের কাজ কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করা হয়।
আমাদের এখানে কোর্স করার পরে আপনি একটি ওয়েবসাইট কিভাবে স্ক্রাচ থেকে ডিজাইন করতে হয় সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন। এছাড়াও ক্রিয়েটিভ ওয়েব লেআউট থেকে শুরু করে বিভিন্ন নিশের ডিজাইন করতে পারবেন।
বর্তমানে মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইনের চাহিদা অনেক বেশি। কোর্স শেষে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষুদ্রাতিক্ষুদ্র ইন্টারেকশনগুলি খুব সহজেই ডিজাইন করতে পারবেন।
ড্যাশবোর্ড ডিজাইন বেশ সময়সাপেক্ষ এবং তুলনামূলকভাবে কঠিন। কিন্তু আমাদের এখানে কোর্স শেষ করার পরে আপনি সহজেই যেকোন রকমের ড্যাশবোর্ড ডিজাইন অল্প সময়ের ভিতর শেষ করতে পারবেন।
ইউ অই ডিজাইনার
Solve X Media
ইউ অই ডিজাইনার
bdCalling
ইউ আই ডিজাইনার
CodeCell
ইউ অই ডিজাইনার
Digital Gregg
ইউ অই ডিজাইনার
RamSoft
ইউ অই ডিজাইনার
BigGorilla
ইউ অই ডিজাইনার
Mamurjor
ইউ অই ডিজাইনার
Doodles
ইউ অই ডিজাইনার
CreativePeoples
ইউ অই ডিজাইনার
CreativePeoples
ইউ অই ডিজাইনার
Flash iT Pro
ইউ অই ডিজাইনার
Softitcare
ইউ অই ডিজাইনার
Axilweb
ইউ অই ডিজাইনার
পিক্সেন্সী একাডেমি
ইউ অই ডিজাইনার
Zainik Lab