ui ux 2
January 16, 2023 2023-01-16 20:53ui ux 2

আপনিও কি বিশ্বের সবচেয়ে চাহিদাপূর্ণ পেশা
UI&UX ডিজাইনারদের একজন হতে চান?
তাহলে একদম পার্ফেক্ট এই গাইডলাইনটি শুধু আপনার জন্য
আমাদের অনেকেরই স্বপ্ন থাকে একজন দক্ষ এবং প্রফেশনাল ডিজাইনার হবার। নিজেকে একজন দক্ষ ডিজাইনার করার জন্য আমাদের সময় এবং অর্থ দুটোই চলে যায় কিন্তু ডিজাইনার হবার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়। কিন্তু আপনার সময় এবং অর্থ আমাদের কাছে তেমনি মূল্যবান যেমনটি আপনার কাছে। তাহলে আর দেরি কেন? একবার শেষ চেষ্টা করেই দেখুন।
প্রথমে চলুন জেনে নেই
UI ডিজাইন কি?
ইউজার ইন্টারফেস (User Interface)” কথাটির সংক্ষিপ্ত রুপ হলো “UI”। যেহেতু প্রত্যেকটি ওয়েবসাইট বা এপ এক একটি ইউজার ইন্টারফেস, সে হিসাবে “UI Design” হলো ইউজার ইন্টারফেস ডিজাইনের একটি অন্যতম অংশ। অর্থাৎ , কোন ওয়েব সাইট বা এপ ডিজাইনে কার জন্য কোথায় কি কি থাকবে এবং কোন অপশনে ইউজারদের ইন্টারফেস কেমন হবে তা ডিজাইন করা ।


এবার জেনে নেয়া যাক
UX ডিজাইন কি?
User Experience কথাটির সংক্ষিপ্ত রুপ হলো “UX”। কোনো প্রডাক্টের টার্গেট কাস্টমার কারা, তারা কেন আপনার প্রডাক্ট কিনবে আর প্রডাক্ট কেনার পর সেই প্রডাক্টের সাথে তাদের অভিজ্ঞতা কেমন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করাই হল UX ডিজাইন। অর্থাৎ, UI ডিজাইন UX ডিজাইনের একটি অংশ ।


-
আপনার অর্থের অভাব যার কারণে
একটি ভালো মানের কোর্সে ভর্তি হতে পারেন না। -
আপনার সময়ের অভাব যার কারণে
আপনি স্কিল ডেভেলাপের পিছনে সময় ব্যয় করতে পারেন না। - আপনার সময় এবং অর্থ দুটো থাকা সত্বেও সঠিক গাইডলাইন এবং একজন ভালো মেন্টর এর আন্ডারে লাইফটাইম সাপোর্ট না পাওয়ার কারণে আপনি ব্যর্থ হচ্ছেন।
- সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি হতাশায় ভোগেন এবং একটি সুষ্ঠু কাউন্সেলিং এর অভাবে আপনি ব্যর্থ হচ্ছেন।


তাহলে চলুন এবার
জেনে নেওয়া যাক
আমাদের সম্মানিত
মেন্টরগণ
কী বলেন?

আমাদের কোর্সে
আপনি
আরো যা পাবেন
- ২৪ টি লাইভ ক্লাস
- ২ টি লাইভ এক্সাম
- প্রব্লেম সলিউশন
- ক্লাস টাইমঃ রাত ০৯.০০টা-১০.০০টা
- ব্যাচ সময়ঃ
- আমাদের কোর্সের সুবিধাসমূহঃ
- প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড
- ২৪/৭ কাজের মনিটরিং
- প্রেমিয়াম টিউটোরিয়াল এন্ড রিসোর্স বান্ডেল
- ইন্টানশীপ এবং জব করার সুযোগ(শর্ত প্রযোজ্য)
- লাইফটাইম কুইক সাপোর্ট
আপনি এই কোর্স থেকে কি শিখতে যাচ্ছেন?
UI ডিজাইন অংশ
- Design Fundamental
- Figma Basic
- Understanding Design
- Design Process
- Design Analysis
- Design Elements Research
- Design Principles (Practical)
- Website Research
- Design Elements (Practical)
- Moodboard
- Sketching / Wireframe
- Design Creation
- Grid System, Responsive
- Style Guide
- Project Presentation
- Design Inspiration
- Design Pattern
- Design Builder
- Layout Processing
- Responsive Design
- Auto layout
- Design Builder
- Layout Processing
- Responsive Design
- Auto layout
- Prototype
- Mobile apps
- Redesign Process
- Real Client Project
- Project Hand Over
UI ডিজাইন অংশ
- Design Thinking Process
- Project Plan
- Business Goal
- Stakeholder interview
- User List and Research
- User goal
- User interview
- User Profile / Persona
- Competitive analysis
- User journey / Behavior map
- HMW/ Features / Sections / Core Values
- Task Flow
- User flow (Site map)
- Information Architecture
- Testing
- Style Approach
এছাড়া আপনি এই কোর্সে
আরো যা পাবেন
- ভার্সেটাইল নলেজ: একজন শিক্ষার্থীকে দক্ষ ডিজাইনার হবার জন্য শুধুমাত্র টুলস এর ব্যবহার এবং কতগুলো প্রজেক্ট করতে পারাই যথেষ্ট নয়। এর পাশাপাশি আপনি Searching এ কতটা দক্ষ এবং কত দ্রুত আপনার চিন্তাকে ডিজাইন এ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন তা আমাদের ক্লাস গুলোর মাধ্যমে শিখতে পারবেন।
- টিম ম্যানেজম্যান্ট স্কিল: আমাদের প্রতিটি ক্লাসের প্রজেক্ট আপনাকে গ্রুপ কলাবরেশনের মাধ্যমে করতে হবে। এর ফলে যখন আপনি যখন একটি টিম পরিচালনা করবেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন টিমের মেম্বারদের সাথে কিভাবে আলোচনার মাধ্যমে একটি হাই প্রফেশনাল প্রজেক্ট ডিজাইন করতে হয়। এছাড়াও টিম মেম্বার নিয়ে কাজ করার ফলে আপনার কমিউনিকেশন স্কিল দারুণভাবে ডেভেলাপ হবে।
- কাউন্সেলিং: অধিকাংশ সময় শুধুমাত্র ডিপ্রেশনে ভোগার কারণে একজন ডিজাইনারের দক্ষ ও প্রফেশনাল হিসেবে নিজেকে গড়ে তোলা হয় না। কারণ শেখার শুরুতে আমাদের সকলেরই ডিজাইন কারো পছন্দই হয়না। এর ফলে একজন শিক্ষার্থী খুব সহজেই ডিপ্রেশনে ভোগেন যার ফলে তিনি প্র্যাকটিস করা বন্ধ করে দেন। আর তখনই শুরু হয় স্বপ্ন ভেঙে যাওয়ার পালা। কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের কখনোই ডিপ্রেশনে ভোগার সুযোগ দেই না। কারণ আমাদের এখানে রয়েছে চমৎকার কাউন্সেলিং এর ব্যবস্থা। যখনই একজন শিক্ষার্থী প্র্যাকটিস করা বন্ধ করে দেন তখন আমরা তাদের সাথে পার্সোনালি কাউন্সেলিং করে তার সমস্যার সমাধান করি। যার ফলে তিনি প্রথমে আবার কঠোর অনুশীলন শুরু করেন। এভাবে করে একটা তিনি একটা সময় সাফল্যে চূড়ান্ত শিখরে পৌঁছে যান।
- লাইফটাইম সাপোর্ট: অধিকাংশ সময় দেখা যায় কোর্স শেষ করার পরে স্টুডেন্টরা প্রতিষ্ঠান থেকে আজীবন লাইফটাইম সাপোর্ট পাওয়া থেকে বঞ্চিত হন। কিন্তু আপনি আমাদের একাডেমী থেকে পাবেন লাইফটাইম সাপোর্ট।
- রিয়েলটাইম প্রজেক্ট বেইজড টাস্ক: এখানে আপনি শুধুমাত্র ক্লাসের দেওয়া প্রজেক্টে কাজ করবেন না। এখানে আপনাকে পাশাপাশি রিয়েলটাইম প্রজেক্টেও কাজ করতে দেওয়া হবে। এতে করে আপনার দক্ষতা এক একধাপ উপরে পৌঁছে যাবে। অভিজ্ঞতা অর্জন আপনি জানতে পারবেন একটি ক্লায়েন্টের কাজ কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করা হয়।
এটি শুধু মাত্র কোর্স নয় এটি লাইফ হ্যাক






































কাদের জন্য এই কোর্স?
এই কোর্সটি অবশ্যই সবার জন্য না। এই কোর্সটি করতে চাইলে অবশ্যই আপনার কিছু বেসিক নলেজ থাকা প্রয়োজন। এবং যারা কঠোর পরিশ্রম করতে পারবে সেই সাথে যাদের পর্যাপ্ত পরিমান Practice করার সময় আছে। চলুন জেনে নেয়া যাক কারা এই প্রোগ্রামে জয়েন করতে পারবে।
- যারা গ্রাফিক ডিজাইন নিয়ে অনেকদিন ধরে কাজ করে আসছে অথবা যাদের গ্রাফিক ডিজাইন এর উপর বেসিক নলেজ রয়েছে তারা সহজেই এই কোর্সের সাথে যুক্ত হতে পারবেন। এছাড়া যারা ভালো কোনো একাডেমি সন্ধান পাচ্ছেন না এবং ডিজাইন জগতে নিজেকে সর্বোচ্চ প্রতিষ্ঠা করতে চাইছেন তাদের জন্য নির্দ্বিধায় এই কোর্সটি ক্যারিয়ার গাইড লাইন হিসেবে কাজ করবে, যাতে কোনো সন্দেহ নেই।
- সাধারণত ডেভলপারদের ডিজাইন আইডিয়া কম থাকে। এবং সর্বদা বাহির থেকে হায়ার করা ডিজাইনার দিয়ে ডিজাইন করিয়ে থাকেন। আপনি যদি আপনার নিজের প্রজেক্টের ডিজাইনার হতে চান কিংবা আপনার টিম মেম্বারদের গাইড করার জন্য চিন্তা করে থাকেন তবে এই Certified কোর্সটি আপনার জন্য।
- যারা গ্রাজুয়েট অথবা এখনো পড়াশোনা করছেন এবং ডিজাইন সেক্টরে ক্যারিয়ার গড়ে আইটি ইন্ডাস্ট্রিতে চাকুরি করতে ইচ্ছুক তাদের জন্য এই গাইড লাইন।
- যারা একদম শুরু থেকে ইউ আই ইউ এক্স ডিজাইন শিখতে চাচ্ছেন। ইউটিউব, ব্লগ কিংবা কমিউনিটি গ্রুপ থেকে পর্যাপ্ত গাইডলাইন পাচ্ছেন না।
- বর্তমান সময় যারা কিছুটা UI & UX Design নিয়ে কাজ করছেন, পাশাপাশি ক্লায়েন্টের কাজ করছেন এবং নিজের কাজ করার পরিধি আরো বাড়াতে চান তাদের জন্য এই কোর্সটি নিস্বন্দেহে হেল্পফুল হবে।
সরাসরি মেন্টরিং সাপোর্ট ছাড়াও
এই কোর্স থেকে পাবেন আরো অনেক কিছু!
ডিজাইন করার সময় বিভিন্ন সময়ে বিভিন্ন রিসোর্সের প্রয়োজন হয়ে থাকে। এছাড়া ক্লায়েন্ট প্রজেক্ট করার সময় বিভিন্ন সমস্যায় পতিত হতে হয়। এই সমস্ত কিছু সাপোর্ট পাবেন এই কোর্সে অংশগ্রহণকারী সকলেই পাবেন এই ধরণের সাপোর্ট। ইনশাআল্লাহ্।
এই কোর্সে কমপ্লিট করার পর আপনি কি কি করতে পারবেন?
- আমাদের কোর্ষটি শেষ করার পর আপনি ইউআইই এন্ড ইউ এক্সের বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন।
- ডিজাইন ট্রেন্ড সম্পর্কে আপনার বেশ ভালো ধারণা হবে।
- একটি কোয়ালিটিফুল ড্রিবল ও বিহান্স পোর্টফলিও বিল্ড করতে পারবেন।
- আপনি যদি ফ্রীলান্সিং করা অবস্থায় আমাদের কোর্স শেষ করে থাকেন তবে আপনি আরও ভাল আউটপুট আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন।
- ফ্রিল্যান্সিং করতে পারবেন।
- যেকোন লোকাল বা ইন্টারন্যাশ্নাল কোমপানিতে জব বা ইন্টার্নশীপ করতে পারবেন
- ইউনিক প্রেজেন্টেশান স্কিল
- কিভাবে ডিজাইন এবং ইন্ডাস্ট্রি রিসার্চ করে ডিজাইন করা যায় সে সম্পর্কে ধারণা লাভ করবেন।
- বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন রকমের ডিজাইন হয়ে থাকে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন এবং সেই অনুযায়ী আউটপুট বের করতে পারবেন।
- ক্রিটিক্যাল বিজনেজ প্রবলেম সল্ভ করতে পারবেন।
- লোকাল বা ইন্টারন্যাশ্নাল ক্লাইয়েন্টের প্রজেক্টে কাজ করতে পারবেন।
- আপনার করা কাজ গুলো আপনি লোকাল মার্কেটে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ডিজাইন মার্কেটে সেল করতে পারবেন।
- সঠিক টাইম ম্যানেজমেন্ট
- দক্ষতার সাথে টিম পরিচালনা করা
UI & UX কোর্সটি কিভাবে চলবে?
- 01 নিচের বাটনে ক্লিক করে আমাদের নির্দিষ্ট কোর্স পেইজে গিয়ে ১ কালীন অথবা ৩ কালীন, আপনার সুবিধা অনুযায়ী পেমেন্টের মাধ্যমে কোর্সে যুক্ত হতে পারেন অথবা সীমিত সময়ের জন্য শুধুমাত্র রেজিস্ট্রেশনের ফি দিয়ে যুক্ত হতে পারেন।
- 02 আপনি কোর্সে এনরোল করার পর আমাদের অফিস এডমিন আপনাকে কোর্স অনুযায়ী সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবেন। ক্লাস শুরু হওয়ার পূর্বে গ্রুপে লাইভ লিংকটি শেয়ার করা হবে সেখান থেকে আপনি খুব সহজেই ক্লাসে যুক্ত হতে পারবেন।
- 03 যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তারা প্রতি সপ্তাহে দুইটি করে লাইভ ক্লাস পাবেন।লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের এসাইনমেন্ট সহ যাবতীয় জিনিস গুলো সম্পর্কে আমাদের মেন্টর আপনাদের জানিয়ে দেবেন। আমাদের লাইভ ক্লাস গুলো জুম সফটওয়্যার এর মাধ্যমে নেয়া হবে। সেই সাথে রেকর্ডেড ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো সময় আপনার সুবিধা অনুযায়ী দেখার সুযোগ থাকবে।
- 04 প্রতিটি ক্লাসের পর আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। একটি নির্দিষ্ট সময় দেয়া হবে অ্যাসাইনমেন্ট জমা দেয়ার ক্ষেত্রে। অবশ্যই প্রতিটি স্টেপ মেনটরের কথা মানতে বাধ্য থাকিতে হবে।
- 05 আপনি ২৪+ লাইভ ক্লাস আমাদের সাথে করতে পারবেন। তার পাশাপাশি থাকবে ফুল প্রজেক্ট কমপ্লিট সহ পোর্টফোলিও তৈরি করা।
- 06 কোর্স শেষে আমাদের পেইড ছয় মাসের ইন্টার্নে যুক্ত হতে পারবেন
FAQ
এই কোর্সে একদমই নতুনদের জন্য না এই পোস্টটি তাদের জন্য যাদের ডিজাইন সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, অলরেডি মার্কেটে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে কিংবা যারা ডিজাইন সেক্টরে নিজের ক্যারিয়ার বিল্ডাপ করতে চাইছে তাদের জন্য। আরো বলতে গেলে এই কোর্সটি তাদের জন্য যারা নিজের স্কিল কে আরো বেশি ডেভলপ করতে চায় ক্লায়েন্ট সার্ভিস দিয়ে থাকে, ডিজাইন টিমকে লিড করতে চায় তাদের জন্য।
জ্বি অবশ্যই আপনাকে কোর্সের লাইফটাইম অ্যাক্সেস প্রোভাইড করা হবে। নেক্সট আপডেট এর জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে না।
জ্বি সবার কথা বিবেচনা করে টাকা তিনটে ইনস্টলমেন্টে দেয়ার সুযোগ রয়েছে।
আপনাকে দেয়া তারিখ অনুযায়ী যদি পেমেন্ট পরিশোধ না করেন তবে কোর্স অটোমেটিক লক হয়ে যাবে যা পেমেন্ট দেওয়ার আগে পর্যন্ত ক্লাস দেখতে পারবেননা।
আমাদের এই কোর্সের মার্কেটপ্লেস নিয়ে কোনো ক্লাস হবে না তবে কিছুটা আইডিয়া দেয়া হবে।
জ্বি আমরা বেসিক ক্লাস শেষ করার পর থেকে আপনার পোর্টফোলিও বিল্ডাপ করতে সাহায্য করবো।
জ্বি আমাদের কোর্সে যারা যুক্ত হবে তারা লাইফটাইম সাপোর্ট পাবে।
জ্বি সবগুলো ক্লাসে অনলাইনে হবে আমাদের অফলাইন ব্যাচ আপাতত বন্ধ আছে।
অবশ্যই আপনি ইন্সট্রাক্টরের গাইডলাইন অনুযায়ী যদি নিজেকে পরিচালনা করতে পারেন তবে কোর্স শেষে ক্লাইন্ট এর প্রজেক্ট করার মতো সক্ষমতা লাভ করবেন।
ক্লাসের সময় কোর্স এনরোল করার পর আপনাকে জানিয়ে দেয়া হবে।
প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও ওয়েবসাইটে লিস্ট করা থাকবে। আপনার সুবিধা অনুযায়ী যেকোনো সময় দেখার সুযোগ রয়েছে।

© 2021 Pixency Academy. All Rights Reserved