ডিজাইনারদের জন্য Mockup Download Resource
November 30, 2021 2021-12-01 6:38ডিজাইনারদের জন্য Mockup Download Resource
যারা গ্রাফিক্স ডিজাইনার অথবা UI/UX Designer তারা তাদের ক্লায়েন্টের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন কোরে থাকে। যেমনঃ বিজনেস কার্ড, সোশাল মিডিয়া ব্যানার, বিলবোর্ড, পোস্টার, ফ্লায়ার, টিশার্ট ডিজাইন, ওয়েব ডিজাইন, মোবাইল এপ ডিজাইন সহ আরো অনেক মার্কেটিং ম্যাটেরিয়ালস। এখন এই ডিজাইনগুলো যেহেতু কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে ডিজাইন করা হয়, সেক্ষেত্রে ডিজাইনগুলো প্রিন্ট হওয়ার পর বা বাস্তবে সেটা কেমন দেখাবে, এটা ক্লায়েন্টকে দেখানোর জন্য Mockup Template ব্যবহার করা হয়ে থাকে।
যেমনঃ উপরের বাম সাইডে(Before) এটা হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনারের ডিজাইন করা বিজনেস কার্ড। এখন এটা প্রিন্ট হওয়ার পর বাস্তবে এটা যদি কেউ হাতে ধরে রাখে তাহলে সেটা কেমন দেখাবে, এটা দেখা যাচ্ছে, ডান সাইডে(After).
অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনার এবং UI/UX Designer মকাপ ব্যবহার করে তাদের বিভিন্ন প্রজেক্ট রিয়েল লাইফে কেমন দেখাবে, সেটা ক্লায়েন্টকে দেখানোর জন্য।
নিচে Mockup Download এর জন্য বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেয়া হলোঃ
শুধু ক্লায়েন্টকেই দেখানোর জন্যই নয়, Graphics Designer এবং UI/UX Designer রা তাদের বিভিন্ন প্রজেক্টকে Behance, Dribbble বা অন্যসব পোর্টফলিও সাইটে সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্যও Mockup ব্যবহার কোরে থাকে।
Graphics Design অথবা UI/UX Design নিয়ে আরো কোন বিষয় জানার থাকলে পোস্ট করতে পারেন, আমাদের Pixency.com এর ফেসবুক কমিউনিটি গ্রুপ Pixency Community তে।