ডিজাইনারদের জন্য ফ্রি Illustration Resources
November 7, 2021 2021-11-09 11:21ডিজাইনারদের জন্য ফ্রি Illustration Resources
আপনি Graphic Designer, UI/UX Designer বা Motion Graphic Designer যে প্রফেশনেরই হোন না কেন, আপনি যদি আপনার ডিজাইনের মাধ্যমে প্রথম ২/৩ সেকেন্ডে টারগেটেড অডিয়েন্সের Attention Grab করতে পারেন তাহলে আপনার ডিজাইনকে অনেকটাই Successful Design বলা যায়। এখন Attention Grab করার অনেক পদ্ধতি রয়েছে, এরমধ্যে একটা পদ্ধতি হলো – ডিজাইনে এমন illustration resource download করে ব্যবহার করা, যা আপনার ঐ ডিজাইন টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ।
অনেক ডিজাইনারই আছে যারা illustration resource download করার জন্য ঘুরে ফিরে ১/২ টা ওয়েবসাইটই ব্যবহার করে থাকে। আপনি যদি illustration resource for designers লিখে গুগলে সার্চ দেন, তাহলে ইলাস্ট্রেশন ডাউনলোড করার অনেক সাইট পাবেন যেগুলোতে ইলাস্ট্রেশনের বিশাল কালেকশন রয়েছে। এসব সাইট থেকে গ্রাফিক্স ডিজাইনার, UI/UX Designer, Motion Designer বা অন্য প্রফেশনের যারা আছেন তারা সহজেই আপনাদের বিভিন্ন প্রজেক্টের জন্য ইলাস্ট্রেশন ডাউনলোড করতে পারবেন।
illustration download করার এসব সাইটে ডিজাইনাররা যদি নিয়মিত ভিজিট করে তাহলে বর্তমানে ডিজাইন সেক্টরের Trendy Design বা Design Trend সম্পর্কেও জানতে পারবে।
নিচে ডিজাইনারদের জন্য ফ্রিতে Illustration download করার বেস্ট ওয়েবসাইট গুলো দেয়া হলোঃ
Table of Contents
Undraw.co
Freepik.com
Icons8.com
Freevector.com
Sketchvalley.com
Isometric.online
Vecteezy.com
Humaaans.com
Manypixels.co
Fresh-folk.com
Iradesign.io
Absurd.design
Opendoodles.com
Drawkit.com
Interfacer.xyz
ইউআই ডিজাইনাররা (UI Designer) তাদের বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ইলাস্ট্রেশন ব্যবহার করে থাকে, নিচে এমন কিছু প্রজেক্ট দেয়া হলোঃ
Delivery service illustration.
Car Service Landing Page Design
E-Learning Home Page UI Design
E-Learning Home Page UI Design
উপরের Pixency Academy এর ডিজাইন গুলো দেখে আপনি সহজেই বুঝতে পারছেন, illustration resource একটা UI Design এর প্রজেক্টে ব্যবহার করাটা কত বেশি গুরুত্বপূর্ণ! ইলাস্ট্রেশন ব্যবহার করে আপনি ক্লায়েন্টের ইনফরমেশন খুব সহজেই ডেলিভার করতে পারবেন। কারণ, আপনার লক্ষ্য হবে – আপনার ডিজাইনের মাধ্যমে Target Audience কে খুব দ্রুত ক্লায়েন্টের ইনফরমেশন গুলো বুঝানো। আর এই কাজ করার জন্য ডিজাইনে প্রাসঙ্গিক ইলাস্ট্রেশন ব্যবহার করার গুরুত্ব এক কথায় অপরিশীম।
গ্রাফিক্স ডিজাইন(Graphics Design) এবং ইউআই/ইউএক্স ডিজাইন(UI/UX Design) নিয়ে আপনি যদি কোন প্রবলেমে পড়েন বা আপনার এসব বিষয়ে যদি জানার থাকে তাহলে আপনি Pixency Academy এর ফেসবুক গ্রুপ Pixency Community তে জয়েন করতে পারেন।