প্রফেশনাল লাইফে ইংরেজিতে দক্ষ হতে চান? টিপস গুলো আপনার জন্য
August 9, 2022 2022-08-16 11:34প্রফেশনাল লাইফে ইংরেজিতে দক্ষ হতে চান? টিপস গুলো আপনার জন্য
ইংরেজী শব্দটার নাম শুনলেই কেমন ভয় লাগে তাই না! লিখতে গেলে আমরা যতোটা সহজে লিখতে পারি কিন্তু, বলতে গেলে শরীরটা শীতল হয়ে স্তব্ধ হয়ে যাই। ইংলিশ সাধারনত আমরা যতোটা কঠিন ভেবে থাকি, বাস্তব ক্ষেত্রে তা সম্পূর্ন ভিন্ন। এমন কিছু নিয়ম কানুন আছে যা আমরা সঠিক ভাবে মেনে চলতে পারলে যে কোনো বিষয় আমাদের জন্য সহজ হয়ে যায়। তেমনি ইংরেজী শিখার ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়।
ইংলিশ বর্তমান সময়ের এমন গুরুত্বর্পূণ স্কিল যেটি সর্বক্ষেত্রে আপনার প্রয়োজন হবেই। বিষয়টি এমন হয়েছে যে, আপনি ইংরেজী ছাড়তে চাইলেও আপনাকে ইংরেজী ছাড়বে না। স্কুল জীবন থেকে শুরু করে কর্পোরেট লাইফের শেষ পর্যন্ত আপনার এই ভাষাটি প্রয়োজন হবেই। সঠিক ভাবে ইংরেজীতে কথা বলতে বা লিখতে না পারার কারনে কতো সমস্যায় যে পতিত হতে হয় সেটা শুধু মাত্র তারাই বোঝে যারা মুখোমুখি হয়েছেন।
আর আপনার এই মাথা ব্যাথা নির্মূল করতে ইংরেজী বিষয়ক কিছু নিয়ম শেয়ার করবো। চলুন শুরু করা যাক।
প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে নেয়া যাক। ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাকে খুব স্পেসিফিক হতে হবে অর্থাৎ, ইংরেজি শেখার জন্য আপনার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আপনি দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি শিখতে চান নাকি প্রফেশনাল লাইফে ব্যবহারের জন্য ইংরেজি শিখতে চান, এ বিষয়টি আগে পরিষ্কার হওয়া উচিত।
প্রফেশনাল লাইফে ইংরেজিতে অনর্গল হতে চাইলে নিম্নলিখিত টিপস গুলো অনুসরণ করতে পারেন-
1. প্রতিদিন যে কোন টপিক এর উপর লেখা এবং গ্রামার টুলসগুলোর সাহায্যে সেগুলো পরীক্ষা করা আপনার ইংরেজি শেখার জার্নিকে আরো ইজি করবে এবং আপনার লেখাকে আরো নির্ভুল করে তুটিকে
3. আপনার জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করতে এবং নতুন শব্দ শিখতে কিছু আকর্ষণীয় ইংরেজি আর্টিকেল পড়তে পারেন। এছাড়াও এটি আপনার রিডিং হ্যাবিট গড়ে তুলতে সাহায্য করবে।
4.শুধু শব্দ তালিকা মুখস্ত করে নয়, উদাহরণ বাক্য সহ নতুন শব্দ শেখার প্রাক্টিস করতে হবে। অন্যথায় ভোকাবুলারি মনে রাখা কঠিন হয়ে পড়বে।
5. কথা বলার অনুশীলন করুন। আপনার সময়ের 80% কথা বলার জন্য এবং 20% সময় শেখার জন্য ব্যয় করুন।
6. আপনি যেকোনো বিষয়ে আপনার অডিও রেকর্ড করতে পারেন এবং এটি শোনার পর আপনি আপনার ভুল জানতে পারবেন।
7. ইংরেজি টিউটোরিয়াল দেখা এবং শোনা আপনার ইংরেজি শিখতে সাহায্য করবে।
8. গ্রামাটিক্যাল মিসটেক এর কথা চিন্তা না করে ইংরেজিতে কথা বলুন। আপনার জড়তা কেটে যাবে।
সর্বোপরি, প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট। ইংরেজিতে আরো বেশি দক্ষ হতে চাইলে সবসময় অনুশীলন করে যেতে হবে। অনুশীলনের কোনো বিকল্প নেই। আপনার প্রফেশনাল লাইফ আরো বেশি সুন্দর হয়ে উঠুক। পিক্সেন্সি একাডেমির পক্ষ থেকে আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল। আর পরের পর্বের জন্য অগ্রিম আমন্ত্রন।