২০২২ সালে নতুনদের জন্য গ্রাফিক ডিজাইন টিপস | Pixency Academy
December 28, 2021 2021-12-29 8:12২০২২ সালে নতুনদের জন্য গ্রাফিক ডিজাইন টিপস | Pixency Academy
নতুন গ্রাফিক ডিজাইনার হিসেবে, আপনার ডিজাইনগুলি হয়ত যতটা আশা করছেন ততটা সুন্দর এবং প্রফেশনাল দেখাচ্ছে না। নতুনদের জন্য গ্রাফিক ডিজাইন টিপসগুলো পড়ুন এখানে।
1. Research before you start design
ডিজাইন করার আগে সেটার Target Audience কারা এবং সেটার Design Purpose নিয়ে অবশ্যই রিসার্চ করতে হবে। এরপর দেখতে হবে, সেই টপিকের ডিজাইন অন্যরা কিভাবে এবং কেন করেছে। সেগুলো নিয়ে Design Analysis করলে অনেক বিষয় ক্লিয়ার হবে।
2. Use best font
ডিজাইনে Font খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেক font এর ই আলাদা আলাদা font meaning মিনিং থাকে এবং ফন্ট গুলোর readability ও ভিন্ন। নতুন যারা Graphics Design শিখছে, তাদের এমন ফন্ট দিয়ে ডিজাইন করা উচিত, যা সহজে পড়া যাবে এবং যার অনেক font family রয়েছে। এবং কোন ধরনের ডিজাইনে কোন স্টাইলের ফন্ট ব্যবহার হচ্ছে, সেটা ভালো করে বুঝে সেই ক্যাটাগরি অনুযায়ী ডিজাইনে ফন্ট ব্যবহার করতে হবে। ফন্ট নিয়ে আরো বিস্তারিত ভাবে জানার জন্য Pixency Academy এর Youtube Channel এর এই ভিডিওটা দেখতে পারেনঃ টাইপগ্রাফি সম্পর্কে বিস্তারিত
3. Color psychology and Consistent Color palette
একটা ডিজাইনে খুব বেশি কালার ব্যবহার না করাই ভালো। কালার ব্যবহারের সময় Color contrast এর দিকে খেয়াল রাখতে হবে। এবং Design category অনুযায়ী ডিজাইনে কালার ব্যবহার করতে হবে। Graphics design এ যারা নতুন, তাদের কালার নির্বাচনে অনেক সমস্যা হয়। এর জন্য যাদের কালার নির্বাচনে সমস্যা, তারা প্রাথমিক পর্যায়ে প্রফেশনাল ডিজাইনাররা কোন ধরনের ডিজাইনের জন্য কোন ধরনের color pallet ব্যবহার করছে, সেসব দেখে নিজের ডিজাইনের জন্য কালার নির্বাচন করতে পারে।
4. High Quality Images / photos:
মাঝে মাঝে শুধু একটা ইমেজের জন্যই ডিজাইন অনেক প্রফেশনাল হয়। ডিজাইনে High Quality Image ব্যবহার করতে হবে। এবং Image এর color balance, light, shadow সব একে অপরের সাথে মিল থাকলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে।
5. Proper Alignment:
এমন ভাবে ডিজাইনের কন্টেন্ট গুলো সাজাতে হবে, যাতে সেটা পড়তে অন্যজনের জন্য সুবিধাজনক হয়। এবং পাশাপাশি Design element গুলো organize থাকতে হবে।
6. Design elements:
একটা সাদামাটা ডিজাইনকে professional modern design করার জন্য Design elements খুব কার্যকরী ভূমিকা পালন করে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, বেশি এলিমেন্ট ব্যবহার করার ফলে যেন, Design এর Space এ সমস্যা না হয়।
7. Hierarchy in design
একটা ডিজাইনের সব কিছু সমান গুরুত্ব বহন করে না। তাই কোন ইনফরমেশন বা কোন এলিমেন্ট User এর প্রথম দেখা উচিৎ এবং কোনটা শেষে দেখা উচিৎ অর্থাৎ ইনফরমেশন গুলোর গুরুত্ব বুঝে সেগুলো Design এ Implement করতে হবে।
8. Space in design
ডিজাইনে যাতে পর্যাপ্ত স্পেস থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ডিজাইনের শেপ, ফন্ট এবং অন্যসব ডিজাইন কন্টেন্টের মধ্যে সঠিক স্পেস রাখতে হবে। ডিজাইনে White space এবং Negative Space খুব গুরুত্ব। ডিজাইনে White এবং Negative Space নিয়ে আরো ভালো আইডিয়া পাওয়ার জন্য Pixency Academy এর ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতে পারেনঃ Design Terms
নতুন যারা গ্রাফিক্স ডিজাইন শিখছে, তারা যদি উপরের বিষয়গুলো মেনে ডিজাইন করে তাহলে তাদের ডিজাইন সুন্দর হবে বলে আশা করা যায়। আর ডিজাইন করার পাশাপাশি সিনিয়র ডিজাইনারদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। অনেক সময় নিজের ডিজাইনের ভূল নিজের চোখে পড়ে না, তাই সিনিয়র গ্রাফিক্স ডিজাইনারদের দিয়ে ডিজাইন রিভিউ করে নেয়াটা খুব গুরুত্বপূর্ণ।
Graphics Designer জন্য জনপ্রিয় ১০টি chrome extension: Chrome extension for Designers
গ্রাফিক্স ডিজাইন(Graphics Design) এবং ইউআই/ইউএক্স ডিজাইন (UI/UX Design) নিয়ে আপনি যদি কোন প্রবলেমে পড়েন বা আপনার এসব বিষয়ে যদি জানার থাকে তাহলে আপনি Pixency Academy এর ফেসবুক গ্রুপ Pixency Community তে জয়েন করতে পারেন।
Comment (1)
MD Emon Hossen
একটা তথ্যবহুল আলোচনা ….লেখাগুলো ইমেজের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার কারনে আপনারা প্রশংসার যোগ্য… আপনাদের পরিশ্রমকে স্যালুট….আলহামদুলিল্লাহ,এমন একটা মোশনে যুক্ত হতে পেরে অনেক ভালো লাগলো ….বাংলায় এমন কনটেন্ট সচরাচর পাওয়া যাবে না …..