fbpx

আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ১০টি গুরুত্বপূর্ণ ফ্রী অনলাইন এডুকেশন সাইট

Frame 1468
Knowledge

আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ১০টি গুরুত্বপূর্ণ ফ্রী অনলাইন এডুকেশন সাইট

ক্যারিয়ার সচেতন ব্যক্তিরা সবসময় নিজেদের লার্নিং-এর ভেতরে রাখেন। কারণ বর্তমানে প্রযুক্তিনির্ভর বিশ্বে নতুন নতুন টেকনোলজি যুক্ত হচ্ছে এবং পুরনো টেকনোলজি ক্রমশ আপডেট হচ্ছে। আর তাই টেক স্পেশালিস্টগন সবসময় নতুন নতুন স্কিল ডেভেলপ করে নিজেদের আপ-টু-ডেট রাখেন।

এক্ষেত্রে অনলাইন ফ্রী এডুকেশন সাইটগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এর মাধ্যমে ফ্রী তেই অনেক চাহিদা সম্পন্ন কোর্সগুলো করা যায় । এর পাশাপাশি এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের সার্টিফিকেট আপনি যদি আপনার সিভিতে যোগ করেন তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেকখানি বাড়িয়ে দেয়।

তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এরকম কিছু গুরুত্বপূর্ণ ফ্রী অনলাইন এডুকেশন সাইট।

Coursera

বর্তমানে ফ্রী অনলাইন এডুকেশন সাইট হিসেবে Coursera সবচেয়ে এগিয়ে। ২০১২ সালে এর যাত্রা শুধু হয়। আপনি তাদের সমস্ত কোর্সের লেসন ফ্রি তে করতে পারবেন। কিন্তু সার্টিফিকেট নিতে হলে আপনাকে পে করতে হবে। এছাড়া আপনি ফ্রি তে সার্টিফিকেট নেবার জন্য আবেদন করতে পারবেন। তারা আপনার আবেদনটি একসেপ্ট করলে আপনি ফ্রি তে সার্টিফিকেট নিতে পারবেন।  Coursera এর অনলাইন সার্টিফিকেটের মূল্য অনেক বেশি। কারন তাদের মেন্টরগন ওয়ার্ল্ড এর ভেতরে সেরা আইটি স্পেশালিষ্ট হয়ে থাকেন। তাই এটি আপনাকে জব পাওয়ার ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে সাহায্য করে।

Link: https://www.coursera.org/

coursera

edX

edX একটি জনপ্রিয় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। এর প্রফেশনাল সার্টিফিকেট ক্যারিয়ারে মূল্যবান।  কারণ এখানে যারা mentors’ আছেন তারাও ওয়ার্ল্ড ফেমাস আইটি স্পেশালিস্ট। এখানে আপনি ফ্রিতে অথবা কিনেও যেকোনো  কোর্স করতে পারেন।

Link: https://www.edx.org/

edx

Khan Academy

Khan Academy একটি নন প্রফিট এডুকেশনাল অর্গানাইজেশন। যেটির লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের এডুকেটেড করা। এখানে বিভিন্ন ক্যাটাগরির শর্ট কোর্সগুলো অনেক বেশি মূল্যবান।  এখান থেকে যে কেউ ফ্রিতে কোর্স করতে পারেন।

Link: https://www.khanacademy.org/

khan aca

 

Udemy

২০১০ সাল থেকে Udemy এর যাত্রা শুরু।  জনপ্রিয় এই অনলাইন লার্নিং প্লাটফর্মে আছে প্রায় ২ লাখের বেশি কোর্স যেখানে প্রায় ৫৭ মিলিয়ন স্টুডেন্ট রয়েছে। এখানে আপনি প্রতিটি করতে পারবেন। এখানে এখানে ৭৪ হাজারের বেশি ইন্সট্রাক্টর রয়েছে এবং ৭৫ টির উপরে ভাষায় কোর্সগুলো রয়েছে। 

Link: https://www.udemy.com/

udemy

 

iTunesU Free Courses

iTunesU Free কোর্সগুলো আইফোন ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ ফ্রি।  যেকোনো iphone অথবা অ্যাপেলের ট্যাব এবং কম্পিউটার থেকে এখানে ফ্রিতে পডকাস্ট শোনা যায়।  এখানে বেশ  তথ্যবহুল এবং চমৎকার পটকাস্ট,  মিউজিক ইত্যাদি পাওয়া যায়।

MIT OpenCourseWare

MIT OpenCourseWare হল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি উদ্যোগ গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোর্স করানো হয়। এখানর সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য, উন্মুক্তভাবে লাইসেন্সপ্রাপ্ত উচ্চ-মানের শিক্ষাদান এবং শেখার উপকরণগুলির ডিজিটাল সংগ্রহ, একটি সহজলভ্য বিন্যাসে উপস্থাপিত। কোন স্টুডেন্টকে যদি স্কলারশিপ প্রদান করা হয় তাহলে তিনি ফ্রি তে কোর্স করতে পারবেন। 

Link: https://ocw.mit.edu/

mit

 

Skillshare

Skillshare হল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অনলাইন লার্নিং কমিউনিটি যেখানে শিক্ষার্থীরা অনলাইনে ভিডিওর মাধ্যমে শিখতে চায়। এখানে আপনি অনেক বিনামূল্যে অ্যাক্সেস পাবেন এবং আপনি যা খুঁজছেন তা সহজে খুঁজে পাবেন। 

Link: https://www.skillshare.com/en/

skillshare course

 

Alison

Alison হল একটি বিনামূল্যের অনলাইন লার্নিং সাইট যা প্রদান করে যা কোর্সটি সম্পূর্ণ করার বিষয়ে সার্টিফিকেশন প্রদান করে। এই সাইটটি যে বিষয়গুলি অফার করে তা হল ব্যবসা, প্রযুক্তি, স্বাস্থ্য এবং আরও অনেক কিছু । অ্যালিসন আপনাকে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে অধ্যয়ন, শিখতে এবং সার্টিফাই করতে সাহায্য করে। এটি ইংরেজি, স্প্যানিশ, জার্মান, ফরাসি এবং আরবি মত নির্দিষ্ট ভাষার সাথে সম্পর্কিত বিভিন্ন কোর্স প্রদান করে। এছাড়াও আপনি Alison এর মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনার প্রিয় বিষয় শিখতে পারেন।

Link: https://alison.com/

alison

 

Stanford Online

স্ট্যানফোর্ড অনলাইন একটি অনলাইন লার্নিং সাইট যা বিনামূল্যে অনলাইন ডিগ্রি, অনলাইন কোর্স, ই-লার্নিং এবং আরও অনেক কিছুর মাধ্যমে শেখার সুযোগ প্রদান করে। আপনি কম্পিউটার সাইন্স, এআই, স্বাস্থ্য ও চিকিৎসা, শিল্পকলা এবং ডেটা সায়েন্স সহ বিস্তৃত বিষয় শিখতে পারেন। প্ল্যাটফর্মটি প্রোগ্রামটি শেষ করার পরে সার্টিফিকেট দিয়ে থাকে। আপনি নতুন কিছু শিখতে, চাকরি পেতে এবং একটি নতুন ভবিষ্যত তৈরি করতে কোর্সে ভর্তি হতে পারেন। এটিতে বিনামূল্যের ই-বুক, ওয়েবিনার, ভিডিও ইত্যাদির সংগ্রহ রয়েছে।

Link: https://online.stanford.edu/

stanford

 

Codecademy

Codecademy একটি আমেরিকান অনলাইন ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম যা 12টি বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় বিনামূল্যে কোডিং ক্লাস অফার করে যেমন Python, Java, Go, JavaScript, Ruby, SQL, C++, C#, Swift এর পাশাপাশি মার্কাপ ল্যাঙ্গুয়েজ যেমন  HTML এবং CSS ইত্যাদি। 

Link: https://www.codecademy.com/

codecademy

আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ১০ টি জনপ্রিয় সাইট সম্পর্কে আমরা জানলাম। আপনি ও চাইলেই যেকোন সাইট থেকে কোর্স করে বাড়িয়ে নিন নিজের দক্ষতা।

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
  • Attributes
  • Custom attributes
  • Custom fields
Click outside to hide the comparison bar
Compare