ফ্রি Mockup ওয়েবসাইটের তালিকা
February 4, 2023 2023-02-04 16:06ফ্রি Mockup ওয়েবসাইটের তালিকা
ফ্রি Mockup ওয়েবসাইটের তালিকা
Mockup হলো ডিজাইন প্রেজেন্টশনের জন্য এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনার ডিজাইনকে ক্লায়েন্ট থেকে শুরু করে ভিজিটির বা ইউজারের কাছে অত্যন্ত আকর্ষনীয় করে তোলে। এক কথায় আপনার ডিজাইনকে আরও দারুণভাবে উপস্থাপন করা।
অধিকাংশ সময়ে ক্লায়েন্ট প্রজেক্ট প্রেজেন্টশনের জন্য ডিজাইনকে Mockup করে দিতে বলেন। সেক্ষত্রে অনেক সময় ডিজাইনার সুন্দর মকাপ করে দিতে না পারার কারনে ক্লায়েন্ট হারান। এছাড়া ড্রিবল বা বিহান্স যেকোন পোর্টফলিও সাইটে আপনি ডিজাইন আপলোড করতে হলেও মকাপ প্রয়োজন।
আর তারজন্য এই Mockup ওয়েবসাইটগুলো খুবই গুরুত্বপুর্ন। কারন এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ডিজাইনগুলো আকর্ষনীয় করে গড়ে তুলতে পারেন।
তাহলে চলুন দেখে নেই কিছু Mockup ওয়েবসাইটের তালিকা—-
১. Freepik
লিংকঃ https://www.freepik.com/
২. mockupworld
লিংকঃ https://www.mockupworld.co/
৩. smartmockups
লিংকঃ https://smartmockups.com/
৪. graphberry
লিংকঃ https://www.graphberry.com/
৫. unblast
লিংকঃ https://unblast.com/
৬. free-mockup
লিংকঃ https://www.free-mockup.com/
৭. 365webresources
লিংকঃ https://365webresources.com/
৮. psdhub
লিংকঃ https://psdhub.com/
৯. mockups-design
লিংকঃ https://mockups-design.com/
১০. mockuppsd
লিংকঃ https://mockuppsd.net/
১১. mockup
লিংকঃ https://mockup.zone/
১২. mockuptree
লিংকঃ https://mockuptree.com/
এই আর্টিকেলটি যদি কোন ভাবে আপনার উপকারে আসে তবে শেয়ার করে অন্যকেও সহযোগীতা করুন।