মার্কেটে গ্রাফিক ডিজাইনের চাহিদা কতটা?
December 4, 2022 2022-12-04 15:44মার্কেটে গ্রাফিক ডিজাইনের চাহিদা কতটা?
মার্কেটে গ্রাফিক ডিজাইনের চাহিদা কতটা?
বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইন দেশে এবং বিদেশে বেশ চাহিদা সম্পন্ন একটি সৃজনশীল পেশা। একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে যেকোনো ইন্ডাস্ট্রির যেকোনো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে আপনার জন্য। কারণ ১০ টাকা দামের চিপসের প্যাকেট থেকে শুরু করে কোটি টাকার সিনেমার পোস্টার পর্যন্ত সবখানেই গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন। চলুন এই পর্বে আমরা জেনে নেই গ্রাফিক ডিজাইনের চাহিদা মার্কেটে কতটা।
গ্রাফিক ডিজাইন বলতে কি বুঝি?
গ্রাফিক শব্দটি একটি গ্রিক শব্দ। গ্রাফিক ডিজাইন মূলত এমন একটি শিল্প যা আর্ট এবং প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়। গ্রাফিক ডিজাইনের প্রয়োজনীয়তা এখন সবক্ষেত্রে। ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ফেসবুক পেজ পরিচালনা করতেও এখন গ্রাফিক ডিজাইন জানা জরুরি। গ্রাফিক ডিজাইন হলো চিন্তাশক্তি, ধারণা, দক্ষতা ব্যবহার করে কোন টাইপোগ্রাফি, আইকনগ্রাফি এবং চিত্রের সাহায্যে এমন একটি ভার্চুয়াল আর্ট তৈরি করা। যেটাতে আপনার চিন্তাশক্তি বা ধারণা দক্ষতাকে প্রকাশ করা যায়।
গ্রাফিক ডিজাইনের চাহিদা এত বেশি কেন?
সাধারণত গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কাজের অভাব খুব কমই হয়। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থাকে, অন্য সব পেশা থাকতে আমি কেন গ্রাফিক্স ডিজাইন শিখবো? এই প্রশ্নের উত্তর খুজতেই আমাদের আজকের এই লেখা।
১. সৃজনশীল পেশাঃ
গ্রাফিক ডিজাইন একটি সৃজনশীল পেশা। গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য সৃজনশীলতার পাশাপাশি অবশ্যই ব্যবহারিক জ্ঞান থাকা প্রয়োজন। নিয়মিত চর্চা এবং ভালো ডিজাইন এক্সপ্লোর করার মাধ্যমে গ্রাফিক ডিজাইনে দক্ষতা বৃদ্ধি পায়।
২. আয়ের ক্ষেত্র অনেকঃ
গ্রাফিক্স ডিজাইনের আয়ের ক্ষেত্র কত বেশি আশা করি নতুন করে তা আর বলতে হবে না। সাধারণত কয়েক ধরনের প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইন কাজের চাহিদা বেশি। যেমনঃ
- মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং এজেন্সি
- মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি
- টেলিভিশন ও ব্রডক্যাস্টিং কোম্পানি
- প্রিন্টিং হাউস
- প্রকাশনী সংস্থা
- স্টার্টআপ
- মার্কেটিং এজেন্সি
- ক্রিয়েটিভ এজেন্সি
- ডিজিটাল এজেন্সি
- ই-কমার্স প্ল্যাটফর্ম
৩. কত টাকা আয় করা যেতে পারে ?
একজন জুনিয়র গ্রাফিক ডিজাইনার ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতনের চাকরি পেতে পারেন। একজন প্রফেশনাল ও দক্ষ সিনিয়র গ্রাফিক ডিজাইনার ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা বেতনের চাকরি পেতে পারেন।
৪. ভবিষ্যৎ সম্ভাবনা
দিন দিন যেভাবে আইটি প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং তরুণ উদ্যোক্তা বৃদ্ধি পাচ্ছে তা বিবেচনা করলেই বোঝা যায় যে ভবিষ্যৎ এ গ্রাফিক ডিজাইনারদের চাহিদা কয়েকগুন বৃদ্ধি পাবে। কারণ গ্রাফিক ডিজাইনার ব্যতীত এ সকল আইটি প্রতিষ্ঠান কাজ নির্বিঘ্নে চলা বেশ কষ্টকর।
৫. বর্তমান চাহিদা
গ্রাফিক ডিজাইনারদের বর্তমান চাহিদা অনেক বেশি। শুধু গত কয়েক বছরে আমাদের দেশে আইটি উদ্যোক্তার সংখ্যা বিবেচনা করলে তা বোঝা যায়। বিগত কয়েক বছরে আমাদের দেশে প্রায় কয়েক হাজার আইটি উদ্যোক্তা তৈরী হয়েছে । এর ভিতর অনেকেই ছিল গ্রাফিক ডিজাইনার। অনেক তরূণই গ্রাফিক ডিজাইনার হওয়ার পর নিজের এজেন্সি দাঁড় করিয়ে কাষ্টমার সেবা দিয়ে যাচ্ছে । যত নতুন নতুন ব্যবসা গড়ে উঠছে তত গ্রাফিক ডিজাইনাদের প্রয়োজন বেড়ে চলছে যা প্রতিনিয়ত ক্রমান্বয়ে বাড়তেই থাকবে ।
৬.কিভাবে গ্রাফিক ডিজাইন শিখে আয় করবেন?
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনি গ্রাফিক ডিজাইন শিখে কিভাবে আয় করবেন। গ্রাফিক ডিজাইন একটি সৃজনশীল পেশা। এই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অনলাইন মার্কেটপ্লেসগুলো থেকে বিপুল পরিমাণে আয় করা সম্ভব। এরকম কয়েকটি মার্কেটপ্লেস হলোঃ
- Upwork.com
- Fiverr
- 99designs
- Shutterstock
- Designhill
- Freelancer.com
- GraphicRiver
৭. স্বাধীনতাঃ
গ্রাফিক ডিজাইনারদের স্বাধীনতা রয়েছে। আপনি যখন স্টক মার্কেটপ্লেসগুলোতে কাজ করবেন, তখন আপনাকে কারো হুকুম মানতে হবে না। কিংবা কোনও সুনির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করতে হবে না। আপনি কখন ডিজাইন করবেন, কিভাবে করবেন, এর সম্পূর্ণটাই আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে।
৮. ক্যারিয়ারের পথ দেখায়ঃ
গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার মুল্যায়ন সব জায়গায়। গ্রাফিক ডিজাইন ছাড়া কোন ব্যাবসা পরিচালনা করা সম্ভব না। যে কোন ব্যাবসার প্রচার প্রচারনা, উপস্থাপন, সাজানোর জন্য গ্রাফিক ডিজাইনের খুবই প্রয়োজন।
সুতরাং উপরের আলোচনা থেকে বুঝতে পারা যায় যে, মার্কেটে একজন গ্রাফিক ডিজাইনার চাহিদা কতটা বেশি।