About Pixency Academy
December 2, 2019 2022-03-16 11:01About Pixency Academy
পিকেন্সি একাডেমি সম্পর্কে
পিক্সেন্সি একাডেমি বাংলাদেশেরি একটি অনলাইন এবং অফলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্টদের কথা মাথায় রেখে সঠিক ভাবে আইটি শিক্ষা প্রদান করা হয় । এটি একটি শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেখানে সেরা প্রশিক্ষন এবং ক্যারিয়ার দিক নির্দেশিনা প্রদান করে।
পিক্সেন্সি একাডেমি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এক্সপার্ট প্রশিক্ষক রয়েছে যারা নির্দিষ্ট সেক্টরে দক্ষতা লাভ করে সেই বিষয় নিয়ে শিক্ষার্থীদের খুব সহজে এবং যত্নসহকারে প্রশিক্ষণ দিয়ে থাকেন। যে কেউ আমাদের একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহন করতে পারেন। আমরা প্রায় ৩০০ এর অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছি যারা বিভিন্ন ভাবে আয় করছে এবং অধিকাংশই সফল হয়েছে। আমাদের রয়েছে গ্রাফিক ডিজাইন, ইউআই/ইউএক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, মার্কেটপ্লেস ট্রেনিং সহ কোর্স ।
আমাদের প্রধান লক্ষ্য হল আইটি সেক্টর কে ক্যারিয়ার হিসেবে নিয়ে এবং এই খাতে উপার্জন করতে সক্ষম হওয়ার জন্য আইটি বিশেষজ্ঞ তৈরি করা।





কেন আমাদের নির্বাচন করবেন!
পিক্সেন্সি একাডেমি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছে। আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা ক্লাশ করতেছে। আমাদের অনলাইন এবং অফলাইন উভয় ক্লাশ রয়েছে। পিক্সেন্সি একাডেমিতে আছে আইটি বিশেষজ্ঞ এবং পরামর্শদাতা, যাদের রয়েছে দীর্ঘ দিনের অভিজ্ঞতা। তারা ছাত্রদের সঠিক ভাবে শেখানোর চেষ্টায় সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মেন্টররা প্রতিটি স্টুডেন্টদের আলাদা ভাবে গাইড প্রদান করে থাকে যাতে কোনো স্টুডেন্ট সমস্যার সম্মুখীন না হয়। ২৪/৭ সর্বদা আামাদের সাপোর্ট টিম স্টুডেন্টদের জন্য রয়েছে। মেইল, ফেইজবুক পেইজ, লাইভ চ্যাট, কল সাপোর্ট রয়েছে যার দ্বারা আপনি সাথে সাথেই টিমের রেসপন্স পাবেন। আমরা সর্বদা পরিমাণের চেয়ে গুণমানকে অগ্রাধিকার দিয়ে থাকি।