আপনার রেজুমে/সিভি এ্যাসেসমেন্টের জন্য ১০ টি জনপ্রিয় সাইট
January 31, 2023 2023-02-02 9:34আপনার রেজুমে/সিভি এ্যাসেসমেন্টের জন্য ১০ টি জনপ্রিয় সাইট
যে চাকরির জন্য আবেদন করা হয়, সেই চাকরি সম্পর্কিত কাজের বিবরণ নিয়ে যা লেখা হয় তাকে রেজুমে (Resume) বলে। অনেক সময় জব সার্চের ক্ষেত্রে অনেক আবেদনকারীই ইন্টারভিউয়ের জন্য ডাক পান না। এমনও আছেন অনেকবার অনেক প্রতিষ্ঠানে রেজুমে জমা দিয়েছেন কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। অনেক কারণেই এমন ঘটতে পারে। আপনি যে ধরনের চাকরি চাইছেন, রেজুমে হয়তো তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অথবা রেজুমেতে আপনার তথ্যাদি উপস্থাপনে কোথাও ত্রুটি রয়ে গেছে কিংবা সব ধরনের তথ্য উল্লেখ থাকা সত্ত্বেও উপস্থাপন কৌশলে কোথাও হয়ত ভুল হয়েছে। আবার এমনও হতে পারে, আপনার যোগ্যতা প্রমাণে সবচেয়ে উপযুক্ত তথ্যটিই অন্য সব তথ্যের আড়ালে পড়ে গেছে এবং নিয়োগদাতার দৃষ্টি এড়িয়ে গেছে। রেজুমেতে এমন অজস্র কৌশলগত দুর্বলতা থেকে যেতে পারে, যা কাম্য নয়।
রেজুমে দেখতে ক্ষুদ্র। এর পাঠক হয়তো মাত্র কয়েকজন, কিন্তু চাকরি সন্ধানীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বেশির ভাগ চাকরিপ্রার্থী জব হারান শুধুমাত্র রেজুমেতে তথ্য সঠিকভাবে উপস্থাপন না করার জন্য।
এখানে আমরা এমন ১০টি সাইট নিয়ে আলোচনা করব যেখানে আপনি আপনার রেজুমে এ্যাসেসমেন্টে করতে পারবেন। এর ফলে আপনার রেজুমিতে উপস্থাপনের জন্য উপযুক্ত তথ্যগুলি আপনি সহজেই নির্বাচন করতে পারবেন এবং আপনার চাকরি পাওয়া সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে।
Zety Resume Builder
Zety Resume Builder এর ২০+ টেমপ্লেটের মধ্যে আপনি বেছে নিতে পারবেন খুবই সহজে প্রফেশনাল এবং সৃজনশীল সিভি টেমপ্লেট । Zety এর সাথে, আপনি একটি সিভি তৈরি করবেন যা আপনাকে আপনার কম্পিটিটরদের থেকে আলাদা দেখাবে। এছাড়া আপনি এখানে কভার লেটা্রের আইডিয়াও পাবেন। যা আপনাকে নিয়োগকারীদের কাছ থেকে দ্রুত বাছাই করতে সহজ করবে।
Link: https://zety.com/
Resumonk
Resumonk এমন একটি সাইট যা আপনাকে মিনিটের মধ্যেই একটি প্রফেশনাল এবং সুন্দর রেজুমে তৈরি করতে সাহায্য করে। এটি আপনার রেজুমেকে পিডিএফ, এইচটিএমএল ফর্ম্যাটে ফাইল দিয়ে থাকে। এখানে আপনি ফ্রি তে টেম্পলেট পরিচালনা করতে পারবেন।
Link: https://www.resumonk.com/
Resume dot com
এই সাইটের মাধ্যমেও আপনি ফ্রিতে অতি সহজেই প্রফেশনাল রেজুমে তৈরি করতে পারবেন। এছাড়া এখানে সরাসরি প্রিন্ট করার অপশন রয়েছে।
Link: https://www.resume.com/
VisualCV
VisualCV সাইটে রয়েছে ২০+ ফ্রি টেমপ্লেট এবং ৩.১ মিলিয়ন মেম্বার। এছাড়া রয়েছে ১০০+ রেজুমে স্যাম্পল। এখানে আপনি ৫ মিনিটেরও কম সময়ের ভিতরে প্রফেশনাল এবং পাওয়ারফুল রেজুমে তৈরি করতে পারবেন। যা আপনাকে বিভিন্ন কোম্পানিতে দ্রুত হায়ার করতে সহায়তা করবে।
Link: https://www.visualcv.com/
Cvmaker
Cvmaker সাইটে রয়েছে ৩৬ টি রেজমে লেআউট। যেখান থেকে আপনি খুব সহজেই লেআউটি ডাউনলোড করে আপনার কাঙ্ক্ষিত সিভি তৈরি করতে পারবেন। এই অনলাইন সিভি মাকারের সাহায্যে যে কেউ খুব সহজেই সিভি তৈরি করতে পারবেন।
Link: https://www.cvmaker.com/
Mycvcreator
Mycvcreator সাইটে রয়েছে ২০+ ফ্রি টেমপ্লেট। এছাড়া এখানে কভার লেটার ও তৈরি করতে পারবেন। পাশাপাশি এখানে এক্সপার্টদের থেকে টিপস পাওয়া যায়।
Link: https://www.mycvcreator.com/
Resume Genius
Resume Genius সাইটে বেশ কিছু স্পেশাল ফিয়ার আছে যা আপনার কভার লেটার লিখতে বেশ উপকারী। এখানেও যে কেউ খুব সহজে সিভি তৈরি করতে পারবেন।
Link: https://resumegenius.com/
Resumebuilder
এই সাইটে রয়েছে ৩০ টি ফ্রি প্রফেশনাল এবং কাস্টমাইজেবল টেমপ্লেট। দ্রুত সময়ে এবং খুব সহজ উপায়ে এর সাহায্যে যে কেউ রেজুমে তৈরি করতে পারবেন। এছাড়া পিডিএফ আকারে এখান থেকে সিভি ডাউনলোড করতে পারবেন।
Link: https://www.resumebuilder.com/
Greatsampleresume
Greatsampleresume সাইটে রয়েছে ১৮ টি প্রফেশনাল স্যাম্পল। আপনার একঘেয়ে সিভি বদলে ফেলুন নিমিষেই।
Link: https://www.greatsampleresume.com/
Enhancy
Enhancy রেজুমে আপডেট সাইটে রয়েছে ৫০ হাজারের বেশি সেটিস্ফাইড কাস্টমার এবং ১৩২০ ফাইভ স্টার রিভিউ। এর ফলে সহজেই বুঝতে পারছেন এখানে আপনি কত সহজে এবং সুন্দরভাবে সিভি তৈরি করতে পারবেন।
Link: https://enhancv.com/
সুতরাং, আপনার রেজুমে / সিভি নিয়ে আর কোন চিন্তা নেই। এবার আপনিও এই ১০ টি সাইট থেকে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আপনার জন্য প্রফেশনাল রেজুমে / সিভি।