ডিজাইনারদের জন্য জনপ্রিয় ১০টি Chrome Extension
November 15, 2021 2021-11-18 10:46ডিজাইনারদের জন্য জনপ্রিয় ১০টি Chrome Extension
আপনি যদি একজন Graphics Designer অথবা UI/UX Designer হয়ে থাকেন, তাহলে এই আর্টিকেলটা আপনার জন্য। কারণ, এই আর্টিকেল এর মাধ্যমে আপনি এমন ১০টা Chrome Extension সম্পর্কে জানতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার কাজকে আরো গতিশীল করতে পারবেন এবং আপনার সময়টা হবে অনেক বেশি প্রডাক্টিভ।
এসব ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন, একটা ডিজাইনে কি কি কালার ব্যবহার করা হয়েছে, কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, সেই ডিজাইনে যেসকল ইমেজ ব্যবহার করা হয়েছে চাইলে সেগুলোও ডাউনলোড করতে পারবেন, ডিজাইনের শেপ গুলার সাইজ কত সহ Design Analysis এর জন্য আরো অনেক কিছু জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।
Table of Contents
ডিজাইনারদের জন্য প্রয়োজনীয় ১০টি ক্রোম এক্সটেনশনের লিংক দেয়া হলোঃ
1. FontNinja
2. Eye Dropper
3. Image Downloader
4. What Font
5. SVG Grabber
6. Muzli 2
7. CSS Peeper
8. UX Check
9. Panda 5
10. Loom
উপরের Chrome Extension গুলো থেকে আপনি সম্ভবত বুঝতে পারছেন, শুধু Design Analysis ই নয়, Graphics Design এবং UI/UX Design Trend নিয়েও আপডেট থাকতে চাইলে এই ক্রোম এক্সটেনশন গুলো আপনার অনেক বেশি উপকারে আসবে এবং এর মাধ্যমে আপনি একটা কাজ খুব সহজেই ইন্সট্যান্টলি করতে পারবেন।
Comments (2)
Md Salahuddin Shakib
Great post. Thanks pixency
sayed tanvir Enayet
উপকারী পোস্ট। জাযাকাল্লাহ